আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন অনেক টাকা টিএডিএ দেওয়া হয়। কিন্তু তারা খেলার আগে খায় বিরিয়ানি। তাদের তো টাকা কম দেওয়া হয় না। টাকা কি করে।

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু মুশফিকের ওপর বিরক্ত বিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মোস্তফা কামাল কাজের ফাঁকে ফাঁকে বিশ্বকাপ ভেন্যুতে চলে আসেন। খেলা দেখেন, ক্রিকেট কূটনীতিও চলে। ক্রিকেট কূটনীতিতে এখন তিনি কিছুটা পিছিয়ে। প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেননি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপরে নাখোশ। ভারতের আনুকল্যও পাচ্ছেন না।

আইসিসির সহ-সভাপতি হওয়ার স্বপ্নও বোধহয় পূরণ হওয়ার নয়। এসব তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তারওপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলেনি। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মোস্তফা কামাল পাল্লেকেলেতে উপস্থিত ছিলেন।

খেলা দেখে তার ভালো লাগেনি। প্রায় সাড়ে তিন মাসের প্রস্তুতির পর দলের এমন পারফরমেন্স মেনে নিতে পারছেন না। বুধবার রাতে কলম্বো তাজ সমুদ্র হোটেল থেকে বিদায় নেওয়ার আগে বলে গেলেন, ‘তাদের জন্য সব কিছু করা হয়েছে। অনেক প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিন্তু তাদের কোন উন্নতি দেখছি না।

ফিল্ডিংয়ে যাচ্ছে তাই অবস্থা। স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে সাকলাইন মুস্তাককে দায়িত্ব দিয়েছি। কিন্তু তিনি কি শিখিয়েছেন এতদিন। তামিমসহ বেশ কয়েজন ক্রিকেটারের ফিটনেস ভালো না। এত এত টাকা খরচ করে বিদেশ থেকে কোচিং স্টাফ রেখে লাভ কি? আমি কোচিং স্টাফদের বিষয়টি পরবর্তী বোর্ড সভায় তুলবো।

’ তামিম ইকবালের ফিটনেস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ওভাবে আউটের পর থেকে বিষয়টি সামনে এসেছে। ১৭৫ রানের স্কোর করেও পাকিস্তানের কাছে বাংলাদেশ দল হেরে গেছে মিস ফিল্ডিংয়ের জন্য। বিশেষ করে ইনিংসের দ্বিতীয় ওভারে আবুল হোসেন ইমরান নাজিরের ক্যাচ ফেলে দেওয়ায় পরাজয় তরান্বিত করে। ফিল্ডিংয়ের এই দৈন্যদশার জন্য ফিল্ডিং কোচ জেসন সুইফটকে বিসিবির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।

বিসিবি সভাপতি অধিনায়ক মুশফিকুর রহিমের ওপর ভরসা রাখতে পারছেন না। তার কথায় রীতিমতো বিরক্তি প্রকাশ পেয়েছে, ‘মাশরাফি নিয়মিত ফিট থাকলে তাকে অধিনায়ক করে দিতাম। মুশফিক হোটেলে নিজের রুমে বসে থাকে। কে কি করে তার খোঁজ রাখে না। কে কি খায় তাও জানে না।

এবার বোর্ডের কাছে প্রস্তাব করবো তিন ফর্মেটের খেলার জন্য আলাদা আলাদা অধিনায়ক করার জন্য। এতে ক্রিকেটের ভালো হবে। ’ ক্যান্ডির মাহাভেলি রিজ হোটেলে ছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতিও সেখানে গিয়ে উঠেছিলেন। খুব কাছ থেকে তিনি ক্রিকেটারদের গতিবিধি খেয়াল করেছেন।

খেলোয়াড়দের খাদ্যাভ্যাস দেখে বিরক্ত হয়েছেন তিনি, ‘প্রতিদিন অনেক টাকা টিএডিএ দেওয়া হয়। কিন্তু তারা খেলার আগে খায় বিরিয়ানি। তাদের তো টাকা কম দেওয়া হয় না। টাকা কি করে। এরপর থেকে তাদের টিএডিএ কমিয়ে দেওয়া হবে।

’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম থেকে কপি/পেস্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.