আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ কি চায় ? আসুন আলোচনা করি ।

মানুষ কি চায় ? সেটা বড় কথা নয় বরং আমি কি চাই সেটাই আসল কথা । কারণ আমার মধ্যেই মানুষের চাওয়া পাওয়া বিদ্যমান । তাহলে আমি বলতে পারি আমার চাওয়া পাওয়া দিয়ে অন্য মানুষকে যাছাই করতে পারি, মানে আমি যা চাই আর সবাই তা চায় । কিন্তু না, নিজেকে দিয়ে অন্যজনকে বিচার করা যায় না । যেমনঃ “এক ধার্মিক লোক ভোরে উঠে পুকুরে ওযু করতেছে এমনি সময় অন্য পাড়ে এক চোর সারারাত চুরি করে হাত পা ধৌত করতে আসছে ।

ধার্মিক লোকটি মনে করতেছে অন্য পাড়ের লোকটি তারি মত নামাজ পড়ার জন্য ওযু করতেছে , আর চোর মনে করতেছে ওই লোকটি (ধার্মিক) আমারি মত সারারাত চুরি করে হাত পা ধৌত করতে আসছে” । নিজকে দিয়ে অন্যজনকে বিচার করলে এমনি ঠকা ঠকতে হয় । আসল কথা হল মানুষের চাওয়া কতটুকু । এই প্রশ্নে একটাই উত্তর থাকতে পারে, আসলে মানুষের চাওয়ার কোন শেষ নাই । কারণ মানুষ নিজেই জানে না তার চাওয়ার শেষ সীমা ।

কিন্তু মানুষের চাওয়ার মাঝেই মানুষের সমস্ত পরিচয় নিহিত থাকে । যে যেমনটি চায় ঠিক তেমনি সে গড়ে উঠে বা গড়ে উঠতে চায় । একজন ডাক্তার হতে চায়, তাহলে থাকে গড়ে উঠতে হবে তেমনি ভাবে । মানে ডাক্তার হতে হলে যা কিছু লাগে । পাওয়া সেটা ভিন্ন ব্যাপার , মানুষ চাইতে পারে, কিন্তু সেটা সে পাইলে পাইতে পারে বা নাও পাইতে পারে ।

কিন্তু এটাই ঠিক যে মানুষের চাওয়ার মাঝেই তার সমস্ত জীবনের পরিধি, প্রবৃত্তি, আচার-আরচরণ, কর্ম-ধর্ম, তার বাহ্যিক ব্যবহার প্রভৃতি ফুটে উঠে আর এই দ্বারা বলে দেওয়া যায় আসলে সে কি রকম (তবে যদিও সেটা গোপনে নিভৃতে মানুষের মনে কাজ করে) । তবে মানুষের চাওয়ার মাঝে প্রকারভেদ আছে । যেমনঃ কেউ ডাক্তার, উকিল, ব্যবসায়ী, আবার কেউবা আলাদিনের আশ্চর্য প্রদীপও পেতে চায় । তাহলে নিশ্চয় আপনারা জানতে ইচ্ছে করতেছে আমি কি চাই । আমি বেশি কিছু চাই না, আমি দুইটা মোবাইল বিক্রয় করিতে চাই ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে দেখুন । Click This Link অভ্যাস বড় না ট্র্যানিং বড় । আসুন জেনে নেই । এই লিঙ্কে: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.