আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানদের ১০০১টি আবিস্কার - এলগোরিদম

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা অ্যালগরিদম শব্দটির উৎপত্তি পারস্যের গনিতবিদ মুসা আল কাওয়ারিজিমির নাম থেকে। ক্লাসিকাল আরবীতে Al-Khwarithmi.অ্যালগরিদম। নবম শতাব্দীতে আরবী ভাষায় আল কাওয়ারিজিমির কিছু রচনা ছিল যা ১২ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়ে ছিল, Algoritmi de numero Indorum.নামে। এর অর্থ "Algoritmi on the numbers of the Indians"। এই টাইটেলের "Algoritmi" ছিল আল কাওয়ারিজিমির নামের ল্যাটিন সংষ্করন।

আল কাওয়ারিজিমির ইউরোপে সবচেয়ে বেশি পঠিত গনিতবিদ ছিলেন। তিনি বিখ্যাত ছিলেন তার আর একটি বই আল জেবরার জন্য। মধ্যযুগের শেষের দিকে। Algorithm অ্যালগরিদম হচ্ছে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কতগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক ধাপের সমষ্টি। কম্পিউটার,মানুষ , রোবট ইত্যাদি অ্যালগরিদমের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে।

কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক অ্যালগোরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অ্যালগোরিদমকে "সঠিক" বলা হয় যদি প্রতিটি ইনপুটের জন্য অ্যালগোরিদমটি সঠিক আউটপুট প্রদর্শন করে। অ্যালগরিদম যে কোন প্রোগ্রামিং ভাষাতেই (সি++,জাভা) লেখা হোক সমস্যা সমাধানের প্রতিটি ধাপের বর্ণনা অ্যালগোরিদমে থাকতে হবে। Carly Fiorina Hewlett-Packard এর চীফ এক্সিউটিভ ছিলেন। ছিলেন ক্যার্লিফোর্নিয়া অংগরাজ্যের রিপাবলিকান প্রার্থী।

একসময় তিনি ছিলেন আমেরিকার সবচাইতে প্রভাবশালী ব্যবসায়ী মহিলা। তিনি একবার তার এক লেকচারে (এইচপির পৃথিবী জুড়ে থাকা ম্যানেজারদের এক সম্মেলনে) নীচের কথাগুলো বলেছিলেন। “আজ আমরা আমাদের আগামী নেতৃত্বের কাছ থেকে কি আশা করতে পারি?” উপরের টাইটেলের একটি লেকচারে নিচের কথাগুলো বলেছিলেন: “একটি গল্পের দ্বারা আমি আমার আজকের লেকচার শেষ করব.” পৃথিবীতে একসময় একটি সভ্যতা ছিল, যা ছিল পৃথিবীর সবচাইতে সেরা। যে সভ্যতা সক্ষম ছিল মহাদেশীয় একটি সুপার স্টেট তৈরিতে যার বিস্তার ছিল সাগর থেকে সাগরে এবং উত্তরের দেশগুলো থেকে উষ্ন অন্চল আর মরুভুভি পর্যন্ত। এই ডোমেইনে বসবাস ছিল কোটি কোটি মানুষের, যারা ছিল বিভিন্ন জাতি আর ধর্মের অন্তর্ভুক্ত।

এর একটি ভাষা রুপ নিয়েছিল বিশ্বমাত্রিক ভাষায়, এবং সেতু বন্ধন গড়ে তুলেছিল শত শত এলাকার মানুষের মাঝে। এর সৈন্যবাহিনী গড়ে উঠেছিল বিভিন্ন জাতির মানুষের দ্বারা এর সৈন্যবাহিনী শান্তি আর প্রগতির রক্ষক ছিল। এই সভ্যতা চীন পর্যন্ত বিস্তৃত ছিল। এর গনিতবিদরা সৃষ্টি করেছিলেন আল জেবরা আর আলগোরিদম। আর যা থেকে সৃষ্টি হয়েছিল কম্পিউটারের।

এনক্রিপশনের। এই সভ্যতার ডাক্তারেরা তৈরি করেছিলেন বিভিন্ন রোগের ঔষধ। এর জ্যোতির্বিজ্ঞানীরা তাকিয়ে ছিলেন স্বর্গের পানে। নাম দিয়েছিলেন তারকারাজির, যা আমাদের মহাকাশযাত্রাকে তরান্বিত করেছিল। এর লেখকেরা জন্ম দিয়েছিল হাজারটা ভালবাসা, সাহস আর ম্যাজিকের গল্পের।

অন্য জাতিগুলো যখন ভয় পেত নতুন কিছুকে তখন এই সভ্যতা সবসময়ে সন্ধানে ছিল নতুন কিছুর। যখন সেন্সরের হুমকিতে পুরোনো সভ্যতা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন এই সভ্যতা একে বাচিয়ে রেখেছিল। আর পুরোনো সভ্যতার শিক্ষাকে পৌছে দিয়েছিল পরবর্তী যুগের কাছে। আজকের আধুনিক পশ্চিমা সভ্যতা এই সভ্যতার অনেক বৈশিষ্ট্যরই ভাগীদার। আমি যেই সভ্যতার কথা বলছি, সেটি হল ইসলামিক সভ্যতা যার পরিধি ছিল ৮০০ থেকে ১৬০০ শতাব্দী পর্যন্ত।

যার মধ্যে ছিল অটোমন সামাজ্য, বাগদাদ, দামেস্ক আর কায়রো। Suleiman the Magnificentএর মত শাসক ছিলেন এই সভ্যতার অংশীদার। যদিও আমরা এই সভ্যতার কাছে আমাদের ঋণের ব্যপারে খুব একটা অবগত নই, এর উপহার আমাদের ঐতিহ্যের একটি অংশ. আরব গনিতবিদের অবদান ছাড়া আজকের এই প্রযুক্তি শিল্প বিদ্যমান থাকত না। .” Soap Industry মুসলমানদের ১০০১টি আবিস্কার - কফি মুসলমানদের ১০০১টি আবিস্কার - 1001 Inventions Muslim Hritage in Our World মুসলমানদের ১০০১টি আবিস্কার - ফার্মেসী মুসলমানদের ১০০১টি আবিস্কার - বইয়ের দোকান (বুকশপ কিংবা বুকসেলিং) মুসলমানদের ১০০১টি আবিস্কার - বীজগনিত (আলজেবরা) মুসলমানদের ১০০১টি আবিস্কার - উইন্ডমিল মুসলমানদের ১০০১টি আবিস্কার - টিকা রোবোটিক্স ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.