আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম আর শ্রদ্ধা..

আমার সাথে একি অফিসে কাজ করেন সুকান্ত সরকার। একদিন বাসায় ফেরার পথে আমার নোটবুকে একটা গান চলছিলো। আমি বাসায় ফেরার সময় আমার নোটবুক সব সময় অন করে রাখি। হটাৎ করে সুকান্ত আমাকে গানটা বন্ধ করতে বল্লেন। আমি তার দিকে তাকাতে তিনি জানালেন, আজান পরছে।

আমি সুনতে পাইনি চলার পথে কোন এক মসজিদে মাগরেবের আজান পড়ছে। আমি ব্যাক্তিগত ভাবে খুব একটা ধার্মিক নই, যদি্ও আমার নামের আগে মোহাম্মদ আর কেউ ধর্ম জানতে চাইলে বলি মুসলিম। আমার ধার্মিয় কার্জকলাপ জুমার নামাজ আর বাৎষরিক ঈদের নামাজে সিমাবদ্ধ। সুকান্তর কথায় কি আমার লজ্জা পাউয়া উচিৎ? আমি লজ্জা পাইনি তবে আমার শ্রদ্ধার পরিমান তার প্রতি বেড়ে গেলো। তিনি যেটা করেছেন সেটা হল তার সামাজিক শিক্ষা থেকে।

যেভাবে তার বাবা মা এবং সমাজ তাকে শিখিয়েছে। আমাদের সবার শিক্ষা জদি এমন হত তাহলে আমাদের অনেত হানাহানি এবং মৃত্যু হয়ত ঠেকাতে পারতাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.