আমাদের কথা খুঁজে নিন

   

সেল ফোন অপারেটরকে ১০ সেকেণ্ড পালস চালু করতে বাধ্য করায় প্রতিশোধ নিতে কল রেট বাড়িয়েছে সকল অপারেটররা

আমি সত্য জানতে চাই সেল ফোন অপারেটরকে ১০ সেকেণ্ড পালস চালু করতে বাধ্য করায় প্রতিশোধ নিতে কল রেট বাড়িয়েছে সকল অপারেটররা। অপারেটররা ১০ সেকেন্ড পালস দিতে নতুন করে প্যাকেজ চালু করেছে। আর এতে করে যে সকল গ্রাহক বেশী কথা বলায় অভ্যস্থ তাদের দিতে হবে বাড়তি মাসুল। ১০ সেকেণ্ড পালসের আওতায় কলরেট আগের তুলনায় অনেক ক্ষেত্রে মিনিটপ্রতি ৫ থেকে ৩০ পয়সা পর্যন্ত বেড়েছে। প্রসঙ্গত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) গ্রাহক স্বার্থের কথা চিন্তা করেই ১০ সেকেন্ড পালস চালুর নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে সব সেলফোন অপারেটরই ১০ সেকেণ্ড পালস চালু করেছে। আর এটি চালু করতে গিয়ে প্রায় সব প্যাকেজেই কলরেট বাড়িয়েছে অপারেটররা। যুক্তি হিসেবে তারা বলছে, ব্যবসার প্রয়োজনেই কলরেট বাড়াতে হয়েছে। নিয়মের মধ্যে থেকেই এটা করা হয়েছে। গ্রামীণফোনের সহজ প্যাকেজে আগে দিন-রাত কলচার্জ ছিল মিনিটপ্রতি ৭৯ পয়সা।

১০ সেকেন্ড পালস ব্যবস্থা চালুর পর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি মিনিট ১ টাকা ৮ পয়সা (১৮ পয়সা প্রতি ১০ সেকেন্ড)। বাংলালিংকের এক রেট প্যাকেজে আগে প্রতি মিনিট কথা বলতে খরচ হত ৭৯ পয়সা। ১০ সেকেন্ড পালস চালুর পর একই প্যাকেজের কলচার্জ হয়েছে ১ টাকা ৮ পয়সা। এ ছাড়া এয়ারটেলের গল্প প্যাকেজে আগে কলচার্জ ছিল প্রতি মিনিট ৭০ পয়সা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৯৬ পয়সা।

এদিকে ১০ সেকেন্ড পালসব্যবস্থাকে স্বাগত জানালেও দীর্ঘসময় সেলফোনে কথা বলতে অভ্যস্থ গ্রাহকরা কলরেট বাড়ানোর সমালোচনা করেছেন। এ জন্য তারা অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থা উভয়কেই দায়ী করছেন। কলচার্জ বাড়ানোর প্রসঙ্গে বিটিআরসির বক্তব্য, অপারেটররা বিটিআরসি নির্ধারিত সীমার ভেতরে এটি করলে আপত্তি করার কিছু নেই। প্রসঙ্গত, বিটিআরসির দেয়া নির্দেশনা অনুযায়ী অপারেটররা কলচার্জ মিনিটপ্রতি ২৫ পয়সার কম বা ২ টাকার বেশি নিতে পারবে না। রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বলেন, বিটিআরসির নির্দেশনা মেনে প্যাকেজে ১০ সেকেন্ড পালস ব্যবস্থা চালু করেছে রবি।

এ ক্ষেত্রে শুধু পালস ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। তবে এতে করে যদি কারও কলচার্জ বেড়ে যায় তাতে আমাদের কিছু করার নেই। দেশের ছয় সেলফোন অপারেটরকে বিটিআরসি প্যাকেজ নির্বিশেষে ১০ সেকেন্ড পালস চালুর নির্দেশনা দেয় গত ১১ আগস্ট। নির্দেশনায় ১৫ আগস্টের মধ্যেই এটি বাস্তবায়নের কথা বলা হলেও রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক ছাড়া কেউই ওই সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করেনি। পাঁচ অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য সময় বাড়ায় বিটিআরসি।

বেঁধে দেয়া সময় শেষ হয় গত ১৫ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে সব প্যাকেজে ১০ সেকেন্ড চালুর ঘোষণা দিয়েছে রবি, সিটিসেল ও এয়ারটেল। কয়েকটি প্যাকেজে বাস্তবায়ন করলেও গ্রামীণফোন ও বাংলালিংক সম্পূর্ণভাবে এটি চালুর ঘোষণা দেয় ২১ সেপ্টেম্বর।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।