আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী কর্মচারী আচরণ বিধি

বাংলাদেশ সরকারের অসামরিক কাজে নিয়োজিত প্রায় সকল কর্মকর্তা ও কর্মচারির জন্য সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ প্রবর্তিত হয়। উক্ত বিধিমালা পরবর্তীতে একাধিকবার সংশোধন করা হয়। উক্ত বিধিমালার কতিপয় গুরুত্বপূর্ণ রুলস নিম্নে উল্লেখ করা হল। ১:- সরকারী কর্মচারী সরকারের অনুমতি ব্যাতিত নিকট আত্নীয় ও বন্ধু ব্যাতীত কোন ব্যক্তির নিকট হতে এমন কোন উপহার গ্রহন করতে পারবে না যা তার সরকারী দায়িত্ব পালনে বাধ্যবাধকতায় আবদ্ধ করে। কোন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে ( যেমন- বিবাহ, জম্মদিন) দাপ্তরিক লেন্দেনের সাথে সম্পর্ক নেই এমন নিকট আত্নীয় ও বন্ধুর নিকট প্রাপ্ত উপহারের মূল্য ২৫০০০/-( পঁচিশ হাজার) টাকার উপর হলে সরকারকে অবহিত করতে হবে।

২:- সরকারী কর্মচারী তাহার এখতিয়ারাধীন এলাকার কোন ব্যক্তি/ প্রতিষ্ঠান/ অন্য কোন সংস্থার অমিতব্যয়ী দাওয়াত বা ঘন ঘন দাওয়াত পরিহার করিবেন। ৩:- সরকারী কর্মচারী যৌতুক দাবী করিতে পারিবে না বা এ বিষয়ে কোন প্ররচিত করতে পারবে না। ৪:- সরকারী কর্মচারী রাষ্ট্রপতির অনুমতি ব্যতিত বিদেশী পুরস্কার/পদবী/উপাধি গ্রহন করতে পারবে না। ৫:- সরকারী কর্মচারী শর্তসাপেক্ষে এবং কর্তৃতেপ্রাপ্ত হলে অনুমদিত উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় এবং ত্রাণ কার্য ব্যতীত সরকারের অনুমতি ছাড়া কোন তহবিল সংগ্রহ করতে পারবে না। তহবিল সংগ্রহের সময় নিজে ব্যক্তিগতভাবে জড়াতে পারবেন না, অফিস সময়ে উক্ত কাজে জড়াতে পারবেন না।

তহবিল সংগ্রহে কাউকে চাপ প্রয়োগ করা যাবে না। ৬:- সরকারী কর্মচারী সরকারের অনুমতি ব্যাতিত কোন ইমারত, এপার্টমেন্ট বা ফ্লাট নির্মাণ বা ক্রয় করতে পারবে না। ৭:- সরকারী কর্মচারী চাকরিতে প্রবেশের সময় তার ও পরিবারের সম্পত্তির বিবরনী সরকারের নিকট জমা দিবে। আতঃপর প্রতি পাঁচ বছর পর পর সম্পত্তির বিবরনী সরকারের নিকট জমা দিবে। ৮:- সরকারী কর্মচারী ফটকা কারবারে বিনিয়োগ করতে পারবে না।

৯:- সরকারী কর্মচারী কোন কম্পানী স্থাপন, ব্যবস্থাপনায় জড়াতে পারবে না। ১০:- সরকারী কর্মচারী সরকারের অনুমতি ব্যাতিত ব্যবসা বা অন্য কোন চাকরি করতে পারবে না। ১১:- সরকারী কর্মচারী কোন বিষয়ে তাহার পক্ষে হস্তক্ষেপ করার জন্য সংসদ সদস্য বা কোন বেসরকারী ব্যক্তিকে অনুরোধ করতে পারবে না। ১২:- সরকারী কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত বা প্রকৃত দায়িত্ব পালন ব্যতিত বেতার/টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহন করতে এবং সংবাদ পত্র বা সাময়িকিতে কোন নিবন্ধ বা পত্র লেখতে পারবে না। তবে শিল্প, সাহিতা, ধর্মীয়, বিজ্ঞান, ক্রীড়া বিষয়ক এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবহিত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে না।

১৩:- সরকারী কর্মচারী কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না এবং রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন বা সহযোগীতা করতে পারবে না। ১৪:- সরকারী কর্মচারী কোন সাম্প্রদায়িক ধর্মমত প্রচার বা বিতর্কে অংশগ্রহন করতে পারবে না যা জনগনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। ১৫:- সরকারী কর্মচারী ইচ্ছাকৃত ভাবে ক্ষ্মতার অপব্যবহার করতে পারবে না। ১৬:- সরকারী কর্মচারী তার চাকরী সংক্রান্ত কোন দাবীর সমর্থনে রাজনৈতিক বা অন্য কোন বহিঃপ্রভাব খাটাতে পারবে না। ১৭:- সরকারী কর্মচারী সরকার বা কর্তৃপক্ষের কোন সিদ্বান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে অসন্তুষ্টি বা বিরক্ত প্রকাশ করতে পারবে না।

১৮:- সরকারী কর্মচারী সরকারের অনুমতি ব্যাতিত বিদেশী নাগরিকত্ব গ্রহন করতে পারবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.