আমাদের কথা খুঁজে নিন

   

আপনি জানেন কি

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই, কোন দৈত্যদানো সব যে কেড়ে নিলি কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্য ১. পৃথিবীতে মাত্র দুটি প্রানী মাথা না ঘুরিয়েও পিছনের দিক দেখতে পায়, আর এরা হলঃ খরগোস এবং টিয়া পাখি ২. মানুষের হৃদপিণ্ড রক্তসঞ্চালনের সময় যে পরিমান চাপ তৈরী করে তাতে সে রক্ত ৩০ ফিট দূরে ছুড়ে দিতে সক্ষম ৩. একটি নীলতিমির জ্বিবের ওজন একটি হাতির ওজনের চেয়ে বেশী ৪. মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশীর নাম "জ্বিহবা" ৫. ডানহাতি মানুষ বামহাতি অপেক্ষা গড়ে প্রায় ৯ বছর বেশী বাঁচে (আহারে বামহাতি কারা কারা আছেন ) ৬. মৃত্যুর পরেও মানবদেহের চুল এবং নখ বৃদ্ধি পেতে থাকে ৭. একটি শামুক একটানা প্রায় ৩ বছর ঘুমাতে পারে ৮. একটি গরুকে সিড়ি বেয়ে উপরে উঠানো সম্ভব হলেও নিচে নামানো সম্ভব না ৯. প্রজাপতি এর পায়ের সাহায্যে স্বাদ গ্রহন করে থাকে ১০. কিছু সিংহ দিনে প্রায় ৫০ বার মিলিত হয় (ক্যাম্নে কি ) সূত্রঃ অন্তর্জাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.