আমাদের কথা খুঁজে নিন

   

কতো দিন যে দিদির জল ছুয়ে পানি করে দিয়েছি।

সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. আজ কয়দিন যাবত অসহ্য রকমের মন খারাপ হয়ে আছে। কোন কিছুতেই মনকে বসাতে পারছিনা।

একাকীত্বে নিজের মাঝে ডুব দিয়ে দেখি শূন্য হাহাকার ছাড়া আর কিছুই খুজে পাইনা। কিন্ত কেন এই শূন্যতা ? কেন এই যন্তনা ? আমি তো একা নই, আমার মা বাবা ভাই বোন আত্বীয় স্বজন সবাই আছে। তাদের সবার কাছেই আমি অনেক খানি তারাও আমার এক একজন প্রান। বন্ধুদের ভালোবাসায় সিক্ত হই প্রতিদিনই। আছে ফেসবুক টুইটার ব্লগের নতুন কিছুবন্ধুর সঙ্গ্য।

আছে জীবনের মৌলিক চাহিদা গুলির যথার্থ উপস্থিতি। এতো কিছু থাকার পরও নিজেকে বড় একা মনে হচ্ছে। কিন্ত কেন এই একাকিত্বির যন্তনা ? ? মাঝে মাঝে মনে হয় আমি কারো নই,কেউ নয় আমার। দীর্ঘ এই প্রবাস জীবনে এসে কেন যেন আমার প্রায়ই মনে হয় বর্তমান আধুনিক এ যুগে সম্পর্ক ভাল রাখতে গেলে তাকে খাওয়াতে হয় না হয় পরাতে। রক্তের সম্পর্ক থেকে শুরু করে আবিগি সব সম্পর্কের একই অবস্থা।

ভালোবাসা আর মিলেনা স্বার্থ ছাড়া। ছেলেবেলায় যখন আমার মনের এমন পরিস্থিতি হতো কোন কিছুতেই আর ভাল লাগতো না। তখন দৌরে চলে যেতাম আমার দিদির কাছে। এক নিমিষে আমার সব দুঃখ দুঃখ ভাব বিলিন হয়ে যেত। জানিনা কি যাদু ছিল তার মাঝে।

একদিন দিদিকে না দেখে থাকতে পারতাম না। কিশোর বেলার তার কাছ থেকে যে ভালোবাসা রঙ আমি পেয়ে ছিলাম সেই রঙ আজও আমার হৃদয়ের মনি কোঠায় লালন করে আছি। কতোদিন যে দিদির জল ছুয়ে পানি করে দিয়েছি কিন্ত দিদি আমার কোনদিন রাগ করেনি। শুধু মাঝে মাঝে দিদির দাদিটা হেকের পুলা হেকের পুলা বলে ট্যাট্যা ট্যাট্যা করতো। আমরও মনে কয়তো বুড়ির গলা টিপে ধরতে।

দাদির কাছ থেকে আমাকে লুকাতে দিদি কতো কারসাঝি কতো মিথ্যা কথাই না বলতো। আজ দিদিকে আমি অনেক অনেক মিস করতেছি। যদি পারতাম আমার এই একাকিত্বতের যন্তনা নিয়ে দিদির কাছে ছুটে যেতাম। জানি দিদির কাছে গেলেই মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যেতো আমার সব যন্তনা সমস্ত অপ্রাপ্তির কষ্ট। আজ দিদিকে দেখতে খুব ইচ্ছে করছে।

তার হাতের মাখা ভাত খেতে বড় ইচ্ছে করছে। কিন্ত সেই দিদিকে আজ দেখিনা ১২বছর হল। যানিনা কোথায় কেমন আছে দিদি। দিদি তুমি যেখানেই থাকো ভালো থেকো। দিদি তোমার ঐ ভালোবাসায় কোন স্বার্থ ছিলনা।

আজকের এই মেকি ভালোবাসার দিনে তোমার ভালোবাসার বড় অভাব বোদ করছি। দিদি তুমি যতো দুরেই থাকোনা কেন তুমি আমার মনের মনি কোঠায় আকাশের ঐ শুকতারার মতো ঝল ঝল করে জ্বলবে সারা জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।