আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান !! শুকনার উপর নৌকা বাইচ!! প্রতারনার নতুন ফাঁদ !

এখনো সবুজ শৈশবে ভর করে লাখো স্বপ্ন বুনি দিন রাত হাওয়াই গাড়ীর প্রকৌশল বিদ্যা- Aerospace Engineering বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না এইটা কি জিনিস? আসলে এরা কি করে, আমাবার Aircraft Maintenance Engineering ই বা কি জিনিস। এই দুর্বলতার সুযোগ নিয়ে গরে উঠেছে বাঙ্গের ছাতার মুড়ির টিন (শিক্ষা প্রতিষ্ঠান !! )। সুমন সরকারের বাটপারির কারনে একবার জেলেও গেছে, আবার এসে এই বাবসা শুরু করছে। দেখুন এদের কলিকাতা হারবাল টাইপ বিজ্ঞাপন--- এদের ওয়েব সাইটঃ http://www.catechedu.com/ ... দেখেন এদের edu কোন জায়গায়। রীতি মত হতভম্ব খেটে হয় নামকরা পত্রিকা গুলোর বিজ্ঞাপন দেখে, এবার বিজ্ঞাপন এ নয় তাদের ফিচারেও আসছে এইসব চাটুকারী ভুয়া বিজ্ঞাপন।

আমার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয় আমি জানি না ,আসলেই সত্যি কথা!! কত বড় বাটপার এই কাজ গুলোর সাথে জড়িত রা। অতি আগ্রহ নিয়ে H S C / S S C পাশ করা পোলা পান ভর্তি হয়ে শেষে তাল কিনারা আর খুজে পায় না। এই বিষয়ে পরতে হলে আগে ভালো করে খোজ খবর নিয়ে ভর্তি হবেন দয়া করে। aeronautical/aerospace Engineering আর Aircraft Maintenance Engineering এক জিনিস না। ***যা আসলে সত্য - ১# আধুনিক বিজ্ঞানের সবচাইতে জটিলতম বিষয় পড়ানোর ক্ষমতা তো দূরে থাক এরা নিজেরাই জানে না AEROSPACE ENGINEERING কি ।

২# এদের কার্যক্রম বাংলাদেশ সরকার অনুমদিত নয় । ৩# যদি আপনি এয়ারলাইন্সে চাকরি করতে চান, আপনার প্রফেশনাল লাইসেন্স লাগবে, যা কোন দিনই এরা দিতে পারবেনা । অর্থাৎ এদের প্রফেশনাল লাইসেন্স দেবার কোন ক্ষমতা নাই । ৪# এদের বিদেশী ডিগ্রী যে কোন সময় বন্ধ হয়ে যাবে সরকারের হস্তক্ষেপে । এই সত্য গুলো বুঝতে আপনাকে হারাতে হবে ৩ বছর আপনার শিক্ষা জীবন থেকে, খরচ করতে হবে ৬-৭ লক্ষ টাকা।

তারপর বুঝেও কোন লাভ হয়না । যেমন আমার ও আমার সাথে আরও অনেক ছাত্র এখন এই সমস্যা গুলোর সম্মুখীন হচ্ছে। যারা তথ্য গোপন করে এমন ব্যাবসা করে তাদের রাস্তায় লেংটা করে পিটানো উচিত। ২০১০ এর কথা,আমি আর বাকি দশ জনের মত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যাস্ত , ভর্তি হয়ে গেলাম মলম ওয়ালাদের কলেজে , আমাকে বলা হল,"তুমি বি,এস,সি ডিগ্রী পাবে। " কিছু দিন পর শুনি এদের বি,এস,সি ডিগ্রী নাই, আছে ব্রিটিশ কারিগরি শিক্ষা ডিপ্লোমা কোর্স যা (EDEXCEL) ‘এ’ লেভেল সমমান, এই কোর্স করার পর আবার আমাকে বলা হল আরও একটা ডিপ্লোমা করতে হবে, তারপর আমি এক বছরের কোর্স করব বি,এস,সি পাবার জন্য।

তত দিনে আমার ৫-৬ লক্ষ টাকা শেষ ! মাত্র চোখে ব্যাথা অনুভব করা শুরু করলাম ! ব্যাথা আরও প্রকট আকার ধারন করল যখন শুনলাম আসলে EDEXCEL এর AEROSPACE ENGINEERING এ কোন বি,এস,সি ডিগ্রী নাই । আছে NATIONAL DIPLOMA (LEVEL -3), HIGHER NATIONAL DIPLOMA (LEVEL-৪,৫)। মজার কথা হল বাংলাদেশ সরকারই এখনও এইসব ডিপ্লোমার কোন আনুষ্ঠানিক অনুমতি দেয় নাই । আমার লেভেল ৩ ডিপ্লোমা সার্টিফিকেট নিয়া বাংলাদেশ বিমান এ যেদিন গেলাম ওরা মনে হয় আকাশ থেকে পড়ল, ওরা জানেই না লেভেল ৩ ডিপ্লোমা কি , এইটা H S C / A LEVELS সমমান এর ডিপ্লোমা, কিন্তু ওরা এপ্লাই পর্যন্ত করতে দেয় নাই ওদের লাইসেন্স কোর্সে। দোষ এদের দিয়ে লাভ নাই ,এখন পর্যন্ত এই লেভেল ৩ ডিপ্লোমার কোনও সমমান হয় নাই বাংলাদেশ এ।

সাবধান যা করবেন ভেবে করবে। MIST তে Aeronautical Engineering in BSC করায় শুধু আর বাকি গুলো edexcel দিয়ে চলে, এর মধ্যে AIB এর শুধু মাত্র কারিগরি শিক্ষা বোর্ডের অনুমদন আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.