আমাদের কথা খুঁজে নিন

   

আমার INCEPTION নামা...

এখন এখানে http://www.movieloversblog.com/farhinsk ইনসেপশন সিনেমা এই,সেই, রাম, শাম, হাতি, ঘোড়া... ইত্যাদি ইত্যাদি...। । সবার কথা শুনে মুভিটা নামালাম। কিন্তু নামায়া দেখি আমাদের মুভিপাগল গ্রুপের বিজ্ঞ কুতুব লিঙ্ক বাবা (বুইঝা লন) আমারে ৩ডি ফরম্যাটের লিঙ্ক দিছে। অর্থাৎ স্ক্রিনে প্যারালাল ভাবে দুইটা বক্সে সিনেমা প্লে হয়, খুবই বাজে অবস্থা।

আমার আবার কিছু আজাইরা চুলকানি আছে, কোন কোন অ্যাক্টরকে আমার কোন কারণ ছাড়াই ভালো লাগে না... লিওনার্দোও তাদের মধ্যে ছিল (এখন নাই)। যাই হোক মুভিটা নামালাম। কিন্তু ঐ অপছন্দর জন্য দেখি দেখি করেও দেখা হয় না। এদিকে আমার নেটের লাইন দুমাসের জন্য গেলো। নেট ছাড়া আমি অচল।

বাধ্য হয়ে এইচবিওর প্রচারিত ৭০% অখাদ্য+ ৩০% ভালো মুভি অ্যাডের জ্বালা সহ্য করে দেখতে বাধ্য হইলাম। ভালো কথা এইচবিওতে কিন্তু সাবটাইটেল আছে মুভি দেখতে এইটা একটা সুবিধা। একদিন দেখি ইনসেপশন দেখাচ্ছে। দেখি কি আছে এই মুভিতে- এই ভাব নিয়া দেখতে বসলাম। ৪০ মিনিটের মাথায় আবিষ্কার করলাম আমি শোয়া থেকে উঠে টান টান শিরদাঁড়া নিয়ে গোগ্রাসে মুভি গিলছি।

:/ আরও ৪০ মিনিট পর দেখি টেনশনে হাত মুঠি করে বসে আছি। মুভি চলছে- আমি আর টেনশন নিতে পারছি না, ভয়াবহ অবস্থা। তৃতীয় লেভেলে বরফের মধ্যে মারমার কাটকাট অবস্থা, মারফি সিন্দুকের দিকে হাত বাড়ায় দিছে......। । ধুপ......।

। কারেন্ট গেছে গা...... আমি পারলে তখন কান্দি...। দৌড়াইয়া গিয়া ল্যাপ্পি অন করলাম... যা থাকে কপালে ভেবে ইনসেপশন ছাড়লাম। কিন্তু ঐযে ডাবল স্ক্রিন পবলেম... কি করি.??? টাওয়াল দিয়া ল্যাপ্পির স্ক্রিনের আধা ঢেকে দিলাম। তার পর বাকি আধা তে অনেক কষ্টে মুভি দেখতে লাগলাম...।

ভালো কথা, এর মধ্যে আমার বোন এসে টাওয়ালে ঢাকা ল্যাপ্পির অর্ধ নগ্ন অবস্থা দেখে চিল চিৎকার দিয়া গেছে... আমার নাকি পাগলামি দিন দিন মাত্রা ছাড়ায় যাইতেছে... ল্যাপ্পি এখনই নষ্ট হয়ে যাবে (কস্কি মমিন? ল্যাপ্পি কি সন্দেশ যে নষ্ট হয়ে যাবে??) ঐ দিন অনেক কষ্ট করে মুভি শেষ করছি, আর মুভি কুতুব লিঙ্কু বাবারে মনে মনে বকসি। এত কষ্ট করে দেখেও মুভি একবারেই বুঝছি, আটকাই নাই তেমন। যখন মুভি শেষ হইলো তখন ঘাম দিয়া জ্বর ছাড়ল, দুই দিন আমার মুখ আর মন ছিল এই মুভি ময়..... মুভি কুতুব বাবার কিন্তু দোষ ছিল না, কারণ ৩ডি স্ক্রিন কে সহজেই ২ডি স্ক্রিন করা যায়। কিন্তু আমার ঐ সময় নেটের লাইন না থাকার জন্য তাৎক্ষনিক ভাবে জেনে করতে পারিনাই। মুভি দেখার জন্য এত কষ্ট আর মনে হয় করি নাই, আর কোন মুভি দেখে এতো মজা আর উত্তেজনা এবং একই সাথে মাথা ভর্তি চিন্তা করার সুযোগ কমই পাইছি।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।