আমাদের কথা খুঁজে নিন

   

এক নাস্তিক ও এক আস্তিকের গল্প

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] এক নাস্তিকের প্রতিবেশী হয়ে তারা পাশের ফ্লাটে এলো এক ভাড়াটে। তাদের দুজনের বাসার জানালা মুখোমুখি। একজনের বাসা থেকে আরেকজনের বাসার ভেতরটা দেখা যায়।

তো একদিন নাস্তিক দেখলো এই ভাড়াটে নিয়মিত প্রার্থনা করে। নাস্তিক মহা খেপে গেলো। সে ভাবলো এই আস্তিককে নাস্তিক বানাতে হবে। যেই ভাবা সেই কাজ। তো প্রতিদিন যখন ঐ আস্তিক প্রার্থনা শুরু করতো তখন ঐ নাস্তিক জানালা দিয়ে চিৎকার শুরু করতো এই বলে যে, এই তুমি কেন সময় নষ্ট করছো,ঈশ্বর বলে কিছু নেই সব মিথ্যা, সব বানোয়াট।

কিন্তু কোন লাভ হলো না, তবে নাস্তিক দমে যাবার পাত্র নয়। যখনই সেই আস্তিক প্রার্থনা শুরু করতো তখনই সে আগের মত চিৎকার চেচামেচি চালিয়ে যেত। তো একদিন হলো কি, নাস্তিক দেখলো তার আস্তিক প্রতিবেশী প্রার্থনা করছে, হে ঈশ্বর এ মাসের বেতন এখনো পাইনি, বাসার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই কিনতে পারিনি, তুমি একটা ব্যবস্থা করে দাও, হে ঈশ্বর। নাস্তিক ভাবলো এই তো সুযোগ। ওর প্রতিবেশী এই আস্তিকের বাসার জন্য নিত্য প্রয়োজনীয় সব সে নিজেই কিনে দিবে, তারপর তাকে হাতেনাতে প্রমাণ করিয়ে দিবে যে, এটা ঈশ্বর দেই নি, সেই দিয়েছে।

তো পরদিন খুব সকালে নাস্তিক বাজারে গিয়ে তার আস্তিক প্রতিবেশীর জন্য অনেক বাজার সদাই করে প্রতিবেশীর দরজার সামনে রেখে আড়ালে লুকিয়ে পরলো যেন প্রতিবেশী না দেখতে পায়। সকালে যখন ঐ আস্তিক দরজা খুলে বাসার সামনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিশাল স্তুপ দেখতে পেল তখন সে তো খুশিতে আত্মহারা, সে বারবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। আস্তিকের এই কান্ড দেখে নাস্তিক ভাবলো এবার তার ভুল ভাঙাতেই হবে, সে আড়াল থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে বলতে লাগলো, এটা ঈশ্বর দেইনি, আমিই তোমার জন্য কিনেছি। এ কথা শুনে আস্তিক আরো জোরে জোরে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। নাস্তিকতো খুবই অবাক, সে রেগেমেগে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমি বললাম না এগুলো আমি কিনে দিয়েছি, তারপরেও তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছো? আস্তিক বললো, ওহে বেওকুফ, আমি তো খালি ঈশ্বরের কাছে এ মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চেয়েছিলাম, কিন্তু তিনি যে সেগুলো ব্যবস্থা করে দেয়ার পাশাপাশি তোর মাধ্যমে এর বিলও পরিশোধ করে দিবেন তা তো আমি কল্পনাই করতে পারিনি।

এ কথা শুনে, নাস্তিক লা জবাব। বিঃদ্রঃ মূল গল্পটি অনলাইন থেকে সংগৃহীত, অতঃপর অনূদিত ও কিছুটা পরিবর্তিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।