আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রোববার সকালে পটিয়া উপজেলার দৌলতপুর ঈদগাহ ও সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন তিশা দে (৫)। এছাড়া নিহত এক নারীর পরিচয় জানা যায়নি।
তিশা পশ্চিম পটিয়ার মুড়িপাড়া এলাকার শান্তি দের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেক)পুলিশ ফাঁড়ির কনস্টেবল অভিজিৎ দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিশা স্কুলে যাওয়ার পথে দৌলতপুর ঈদগাহ এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি জিপ তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত তিশাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় সকালে গাড়িচাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানান বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহেল ইমতিয়াজ।
আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও এলাকাবাসী জানিয়েছে, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.