আমাদের কথা খুঁজে নিন

   

রি-পোস্ট - সামহোয়ার ইন ব্লগ নিয়ে কিছু আলোচনা ও একটি প্রশ্ন ???

প্রথমেই বলছি দয়া করে গঠনমূলক মন্তব্য করুন। ভালো না লাগলে ক্লোজ করে দিন, গালিগালাজ করে পরিবেশ নষ্ট করবেন না। ব্লগে আছি প্রায় ২ বছর। ছাত্রজীবনে লেখালিখির অভ্যাস ছিল। এখন কমে গেছে।

ব্লগেও কম লিখি, খুব-ই কম। মজার ছবি/ পোস্ট পেলে শেয়ার করি। কিন্তু ব্লগে আমি নিয়মিত। পড়ি, হাসি, দুঃখ পাই আরও অনেক কিছু। মাঝে মাঝে মন্তব্যও করি।

ব্লগ এখন একটি প্যারালাল মিডিয়া। অনেক খবর মিডিয়ায় আসার আগে ব্লগে চলে আসে। অনেক দুর্নীতির সঠিক খবরটিও এখানে পাওয়া যায়। মতপ্রকাশের স্বাধীনতাটাও এখানে ব্যাপক, অনেকটা বাঁধ ভাঙ্গা (যেহেতু এটার নাম-ই বাঁধ ভাঙ্গার আওয়াজ ).....প্রতিটা স্বাধীনতার -ই একটা সীমানা আছে যা অতিক্রম করা উচিত নয়। মতপ্রকাশের স্বাধীনতাটাও সবার মেনে চলা উচিত।

সামহোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষের একটি নীতিমালা আছে যেটি তাঁরা মেনে চলেন বলে আমি বিশ্বাস করি/ করতাম। কিন্তু নীতিমালা অনুযায়ী ওয়ার্নিং দেয়া বা জেনারেল করা ব্লক করাটা কিভাবে করে বা কীসের ভিত্তিতে করে এটাই আমার সন্দেহ!!! তা না হলে বলিউড অভিনেত্রী-দের মেকাপবিহীন ছবি পোস্ট করার জন্য আমাকে ওয়ার্নিং দেয়া হোল অথচ একটি ধর্মের প্রধান ধর্মীয় নেতাকে নিয়ে যাচ্ছেতাই পোস্ট দেয়ার কয়েকদিন এমনকি এক সপ্তাহ পরও এসব পোস্ট দেখা যায় কিভাবে ???!??? বিষয়টিকে আমি মতপ্রকাশের স্বাধীনতার আওতায় ফেলতে পারছিনা কোনভাবেই। কারণ এটি মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার। আমি ধার্মিক কিন্তু ধর্মান্ধ/উগ্রপন্থী নই। পারিবারিকভাবেই অসাম্প্রদায়িক পরিবেশেই বড় হয়েছি।

সব ধর্মের মানুষ এর সাথেই মিশে বড় হয়েছি। সব মানুষ সমান এই শিক্ষা পেয়েছি। কিন্তু অসাম্প্রদায়িকতা,মতপ্রকাশের স্বাধীনতা, এথিসিজম ইত্যাদির নামে যেসব পোস্টকে বহাল তবিয়তে দেখা যাচ্ছে তাতে আমার সামুর সিলেক্সন প্যানেলের সিলেক্সনের সক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ও সন্দেহের উদ্রেক হচ্ছে। যদি তাদের সিলেকশনের নীতি যদি এই হয় যে, বলিউড এর অভিনেত্রীদের অবস্থান ধর্মীয় নেতা/ নবী/ অবতারদের উপরে তাহলে কিছু বলার নেই। মাঝে মাঝে মনে হয় সামুর মডারেটররা বোধহয় হঠাৎ হঠাৎই নেট এ বসেন এবং সামনে যে পোস্টগুলো পান ওখান থেকেই ভাল-খারাপ বাছাই করেন আর ওয়ারনিং-ব্লক ইত্যাদি মারেন।

আমি ভাদা-ছাগু-লাদা ইত্যাদি ব্লগীয় শ্রেণীর কোনটার মধ্যেই পড়িনা। আমি একজন কমপ্লিট ম্যাঙ্গো পিপল, সাধারণ ছা-পোষা মানুষ। আমার প্রশ্ন হোল এটি কোন ধরণের রুচি যে ব্লগে একজন আর একজনের ধর্মকে খাটো করে পোস্ট দিবে, সেটা যেই ধর্মকে নিয়েই দেয়া হোক না কেন? ধর্ম একটি জীবনধারা বা জীবন এর চর্চার বিষয়। এক এক জন এক একটি ধারা বেছে নেয়, কেও কেও নেয়না। কিন্তু উগ্রভাবে, নগ্নভাবে ধর্মীয় বিষয়গুলোর উপর, যে ধর্ম-ই হোক না কেন, আঘাত হানা কোনভাবেই মানুষ হবার প্রমাণ বহন করেনা।

আমার আবেদন হল, আপনি যে ধর্মের-ই হোন না কেন যে কোন ধর্মের উপর আঘাত করা পোস্টগুলোকে রিপোর্ট করুন, প্রতিবাদ করুন সুস্থ-ভদ্র ভাষায়। মনে রাখবেন মেজাজ গরম করে গালি দেয়া বা অভব্য আচরণ করলে পরিস্থিতি শুধু খারাপই হবে, গালি-গালাজ কেবল বাড়বে। কাজের কাজ কিছু হবেনা। আর একটা নিবেদন হল, সামু কে (মডারেটর) কে সবাই অনুরোধ করুন সব ধর্ম নিয়ে করা বাজে-উদ্ভট-অশ্লীল-উগ্র-রুচিহীন পোস্টগুলো মুছে ফেলতে এবং সংশ্লিট ব্লগার এর বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নিতে। কারণ এ ধরণের পোস্ট কেবল অস্থিরতা সৃষ্টি করবে।

(তবে উনারা রেটিং বাড়াতে চাইলে ভিন্ন কথা) ***জানি আমার জাতপাত, পরিবার, শিক্ষা এবং অবশ্যই ধর্ম নিয়ে অনেক গালিগালাজ অপেক্ষা করছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।