আমাদের কথা খুঁজে নিন

   

অর্ষা,তোমাকে...(আমাকে ছেড়ে যাওয়ার পর)

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! প্রতিদিন যোজন যোজন পথ অতিক্রম ক’রে সিঁড়ি ভেঙ্গে যখন এসে ঢুকি বেডরুমে বুক চিরে বেরিয়ে আসে একটা কোমল অথচ অসহ্য দীর্ঘশ্বাস । যদিও আমরা দু’প্রান্তে চ’লে গেছি অথচ এখানেইতো, পরস্পরকে পরস্পরের আলিঙ্গনে রেখে তিল তিল করে গড়ে তুলেছিলাম ভালোবাসার যৌথ খামার ! ...স্মৃতির গৌরব,তুমি নাই,তুমি নাই তুমি নাই তাই বুক ভ’রে ফিনকি দিয়ে ঝ’রে আজ রক্তের লাল । মনে প’রে কেবলই আমাদের সেইসব স্মৃতি মনে প’রে কেবলই -যখন তোমার রূপের আগুনে পুড়ে পুড়ে কবিতা লিখে যাওয়ার উত্তাল দিনগুলোতে এ হৃদয়ে গোলাপ হ’য়ে প্রস্ফুটিত হচ্ছিলে তুমি... ক্যাম্পাসের দেবদারুটার নিচে প্রেম আর বিষে ভরা সেইসব উজ্জ্বল কবিতা শুনতে শুনতে তুমি বুঝতে পেরেছিলে তোমার ওই সোনালী দেহের শৈল্পিক মৃত্তিকা ছুঁয়ে আমি আরও গভীর সৌন্দর্যের রূপে দীপ্ত হ’তে চাই । তোমাকে চাই স্পর্শে-আলিঙ্গনে চাই অনুভবে ! অতঃপর তোমার-আমার সেই যৌথ চাওয়াকে পরিপূর্ণতা দিতে যেদিন তুমি সমস্ত আবেগে পাপড়ি মেলেছিলে হৃদয়ের এই শয্যায় সেদিন আমি ভুলেও ভাবিনি, কসম- সম্পূর্ণ নতুন পথে তুমি একা, একাই হেঁটে যাবে একদিন ! ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।