আমাদের কথা খুঁজে নিন

   

৪" ডিসপ্লে এবং ১জিবি র‍্যাম সমৃদ্ধ Galaxy Ace 3 এর ঘোষনা দিল স্যামসাং

(প্রিয় টেক) স্মার্টফোনের বিশ্ববাজারে টিকে থাকার অন্যতম প্রধান অস্ত্র হাই এন্ড স্মার্টফোন হলেও সারা বিশ্বে প্রভাব বিস্তার করতে স্বল্পমূল্যের স্মার্টফোনের বিকল্প নেই। তাই সবগুলো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানই হাই এন্ড স্মার্টফোন নির্মানের পাশাপাশি লো এন্ড এবং মিড রেঞ্জ স্মার্টফোনের দিকে নযর দিচ্ছে। সেইদিকেই লক্ষ রেখে স্যামসাং ঘোষনা দিল নতুন একটি মিড রেঞ্জ স্মার্টফোনের। Galaxy Ace 3 নামের স্মার্টফোনটি তাদের পূর্বে বাজারে আসা Galaxy Ace সিরিজের তৃতীয় স্মার্টফোন। মোটামুটি চলনসই স্পেসিফিকেশনের ডিভাইসটি এশিয় দেশগুলোর ভোক্তাদের জন্য বেশ ভাল একটি স্মার্টফোন হতে পারে। যদিও ইউরোপ এবং আমেরিকার গ্রাহকদের কথা চিন্তা করে ডিভাইসটির ৩জি ভার্শনের পাশাপাশি আরো উন্নত একটি ৪জি ভার্শনও বাজারে আনছে স্যামসাং।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।