আমাদের কথা খুঁজে নিন

   

সাকা চৌধুরীর আইনজীবির প্রশ্নঃ জাতির বিবেকের কাছেও প্রশ্ন?

মানবতাবিরোধ আন্তর্জাতিক ট্রাইবুনালে সাকা চৌধুরীর আইনজীবী একটি প্রশ্ন করেছেন। একটি নয়, আসলে দুইটি প্রশ্ন। চলুন আমরা দেখি প্রশ্ন দুইটি কী। তার আগে বলে নেই আমি সাকা চৌধুরীর পক্ষে নই, রাজাকার আলবদরদের পক্ষে নই। আমিও চাই তাদের বিচার এদেশে মাটিতে হোক।

তিনি প্রথম প্রশ্ন করেছেনঃ স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের তালিকা আছে? জবাবে রাষ্ট্রীয় আইনজীবী তাকে রাষ্ট্র বিরোধী ইত্যাদি উপাধিতে ভূষিত করে এহেন প্রশ্ন করা যে অবান্তর তা বোঝাতে চেষ্টা করেছেন। সাকার আইনজীবী দ্বিতীয় প্রশ্ন করেছেনঃ চট্টগ্রামের শহীদদের তালিকা কী আছে? জবাবে রাষ্ট্রীয় আইনজীবী তেমন সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন, চট্টগ্রাম ডিসি সাহেবের কাছ থেকে একটি আংশিক/অপূর্ণাঙ্গ তালিকা তিনি ট্রাইবু্নালে জমা দিয়েছেন, তা সর্বজন স্বীকৃত নয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ষোল কোটি মানুষের কাছে আমার জিজ্ঞাসা, স্বাধীনতার চল্লিশ বছর পার হয়ে গেছে। সাকার প্রশ্ন অবান্তর বলে উড়িয়ে দিলে চলবে না।

আমরা এই চল্লিশ বছরে অনেক কিছু করেছি বা করার চেষ্টা করেছি। অনেক তালিকা হয়েছে, অনেক শুমারি হয়েছে। সম্প্রতি প্রতিবন্ধীদের শুমারি হচ্ছে। ঢাকা শহরে কতটি লাইটপোস্ট আছে তার তালিকাও সিটি কর্পোরেশনে আছে। কিন্তু যাদের রক্তে আমরা স্বাধীন রাষ্ট্র পেলাম তাদের কী মর্যাদা আমরা দিয়েছি? কী সহায়তা আমরা দিয়েছি।

মর্যাদা, সহায়তা তো দুরের কথা তাদের নামের তালিকা কী আমরা করেছি বা করার চেষ্টা করেছি। হায় অভাগা দেশ, হায় অভাগা জাতি ! ! ! ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।