আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা-সুন্দরী

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience শাজাহান খানের পর ওবায়দুল কাদেরের উদ্ভট তত্ত্ব এতদিন আমরা লাক্সসুন্দরীর কথা শুনে এসেছি। কিন্তু এবার নতুন এক সুন্দরীর হদিস দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের— বিলবোর্ডের দুর্ঘটনা-সুন্দরী। একের পর এক সড়কদুর্ঘটনা নিয়ে দেশবাসী যখন সোচ্চার, নির্দিষ্ট পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে যখন সামাজিক সংগঠনগুলোর আন্দোলন তুঙ্গে, তখন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান; পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছিলেন, ‘অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেওয়া দরকার। কারণ তারা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, মানুষ চেনে। ’ তার সেই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল।

এবার সড়কদুর্ঘটনার সম্পর্কে উদ্ভট তত্ত্ব দিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিলবোর্ডে সুন্দরীদের ছবি থাকায় সড়কদুর্ঘটনা ঘটে। মহাখালী বাস টার্মিনালে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ তত্ত্ব দেন। নৌমন্ত্রী শাজাহান খান ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় কর্তব্যরত সাংবাদিকদের অনেকেরই মনে পড়ে গেছে ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নহে’ প্রবাদটির কথা। যোগাযোগমন্ত্রী তার ভাষণে বলেন, ডিজিটাল বিলবোর্ডের কারণে অনেক সময় চালকদের মতিভ্রম হয়।

বিভিন্ন বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেওয়া হচ্ছে। তারাও (গাড়িচালকরা) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যায়। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি চেয়ারম্যান আ ল ম আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান খান প্রমুখ।

দুর্ঘটনা-সুন্দরী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।