আমাদের কথা খুঁজে নিন

   

১৩ দফা বাস্তবায়নে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

মানুষ হবার প্রচেষ্টায় হেফাজতের ১৩ দফা বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ। হেফাজতের ১৩ দফার মধ্যে সবচেয়ে সমালোচিত ছিল নারী পুরুষের অবাধ মেলামেশা ও বেহায়াপনা বন্ধ করার দাবীটি। গত মঙ্গলবার আমরা দেখলাম এই দাবীর পক্ষেই প্রশাসনকে কাজ করতে। একটি খবর আমাদের সবার নজরে ইতিমধ্যে এসেছে তাহলো বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্কে ভ্রাম্মমান আদালত অভিযান চালিয়ে ৭২ প্রেমিক যুগলকে প্রেমের অপরাধে আটক করে জরিমানা এবং অনাদায়ে শাস্তির ব্যাবস্থা করেছে। সেখানে দাবী করা হয়েছে তারা অনৈতিক কাজ করেছে বলেই তাদের শাস্তি দেয়া হয়েছে।

বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্কে আমি গিয়েছি। বগুড়ার মত ছোট শহরে বিনোদন কেন্দ্র খুব কম বলেই ওয়ান্ডারল্যান্ডে ভীর থাকে প্রচুর। বিকেলে কপোত কপোতীরা সেখানে যায় একটু নিজেদের মত সময় কাটাতে। এই পার্ক আমাদের বলধা গার্ডেনের মত নয়, এখানে খুব বেশী গাছপালা বা আড়াল আবডাল ও নেই। মূলত পার্কটি শিশুদের আনন্দ দানের জন্য বেশ কিছু আইটেম রাখা হয়েছে।

নচিকেতা তার একটি গানে বলেছিলেন, “প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়। ” আমি যেহেতু নিজে ঐ পার্কে গিয়েছি তাই বলবো একটু চুমু খাওয়া ছাড়া আর কোন তথাকথিত অনৈতিক কাজ করা সেখানে সম্ভব নয়। নৈতিকতা নিয়ে অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সিঙ্গারের কিছু মত এই ক্ষেত্রে আমরা দেখতে পারি। পিটার সিঙ্গার একজন নন বিলিভার নীতিদার্শনিক, দর্শনে তিনি এপ্লাইড এথিকস এর প্রবর্তন করেন। তার মতে নৈতিকতা একটি আপেক্ষিক ব্যাপার, এক সমাজে যেটা নৈতিক অন্য সমাজে তা অনৈতিক বলে বিবেচিত হতে পারে।

যেমন আমাদের সমাজে প্রকাশ্যে চুমু খাওয়া অনৈতিক হলেও পাশ্চাত্য বেশীর ভাগ সমাজে তা অনৈতিক তো নয়ই বরং কারটেসি। নৈতিকতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এক সময় আপনার কাছে যেটা অনৈতিক মনে হত, এখন হয়তো সেটা আপনার কাছে নৈতিক মনে হয়। মানুষ একটি কাজ করে তারপর তার পিছনে নৈতিকতার যুক্তি দেয়। উপরের কথা থেকে বুঝলাম, ইউনিভার্সাল নৈতিকতা বলতে কিছু নেই। কারণ অনৈতিক বলে যাদেরকে শাস্তি দেয়া হয়েছে সেই কাজটা যারা শাস্তি দিয়েছে তাদের কাছে নৈতিক হলেও আমাদের অনেকের কাছেই নৈতিক নয়।

ভবিষ্যতে আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাইনা। আর ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের বলছি, আপনারা কি কোন দিন লুকিয়ে প্রেম করেন নি নাকি??? ঘরে কি আপনাদের ছোট ভাইবোন নাই? প্রেম করা যৌবনের অন্যতম মৌলিক, জৈবিক ও মনস্তাত্ত্বিক অধিকার। আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের সমর্থন পাবার জন্য বেশ কিছু জায়গাকে প্রেমের অভয়ারণ্য ঘোষণা করা হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।