আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব এর ভিডিও ও মুন্সিগঞ্জের একটি আক্রমণাত্মক ঘটনা

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশি তাই আজ পারিবারিক কাজে মৌলভীবাজার গিয়েছিলাম । কাজ শেষ করে বের হতে প্রায় সন্ধ্যা । দেরী হয়েছিল । মুনশিগঞ্জে এসে দেখি যানজট । কাহিনী কি চিন্তা করতে করতেই হঠাৎ দেখি একটা মিছিল আসছে ।

ড্রাইভার বলল , ইউটিউব এর ভিডিও নিয়ে । চিন্তা করলাম যে মিছিল নিয়ে চলে যাবে । দেখা গেল ওনারা রাস্তা আটকে মিটিং শুরু করলেন । আমি মনে মনে বিরক্ত হলাম । আগের কোন ঘোষণা নেই হঠাৎ করে মিটিং ।

কি আর করা বাংলাদেশ আর সঙ্গে এটাও চিন্তা করলাম যে ধর্মীয় ব্যাপার , কিছু বলার দরকার নেই । কান পাতলাম । শুনি " আমেরিকা মুহামদের ছবি তুলছে । ওই ছবি নিয়ে সিনেমা বানিয়েছে ....................'' । আমার এই ব্যাপারে না জানা থাকায় আমি আগ্রহ নিয়ে শুনলাম ।

৫ মিনিট ,১০ মিনিট আগ্রহ এর ও তো শেষ আছে কিন্তু মিটিং তো শেষ হয় না । মানুষ বিরক্ত । এক গাড়ি টান মারল । পাস কাটিয়ে যাওয়ার সময় মিটিং এর উদ্দেশে একজন বলেন যে ভাই একটু সরে মিটিং করলে ভালো হত রাস্তা আটকানোর কী দরকার । এতক্ষণ ধরে যে মিটিং ভাঙছিলও না ,এই কথায় ভাঙল ।

ধর ধর বলে গাড়ী র উপর আঘাত । যারা গাড়ী কে তাড়া করছিলো তাদের চেহারা খুব খূশী ভাব । কারন তারা গাড়ী ভাঙ্গবেন । আমরা আল্লাহ রে ডাকছি । পরবটিতে মানুষ ওদের থামালেন ।

আমাদের ড্রাইভার খুব ধার্মিক মুসলমান । তিনি জায়গা টা পের হয়ে বলেন ''এই মিটিং কী আমেরিকা জানবে ? জানানোর মত করলেও তো হত । খালি মানুষ কে কষ্ট দেওয়া । ' পোস্ট শেষ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.