আমাদের কথা খুঁজে নিন

   

*১৮+* : যেখানে লাস ভেগাস আর বাংলাদেশ এক কাতারে; বাংলাদেশের জন্য এটা বিরাট লজ্জার ব্যাপার

আই হেট ছাগু সবুজ= প্রষ্টিটিউশন আইনসম্মত এবং স্বীকৃত এবং নিয়মিত চর্চা করা হয়। লাল= প্রষ্টিটিউশন আইনগত ভাবে নিষিদ্ধ নীল=প্রষ্টিটিউশন আইনত স্বীকৃত, তবে পতিতালয় এবং ভ্রাম্যমান পতিতালয় নিষিদ্ধ। সাদা= তথ্য নেই ছবিটি বড় করে দেখতে এখানে ক্লিক করুন ---------------------------------------------------------------------- এই ছবিটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই একটা বড় লজ্জার ছবি। পুরো দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশে প্রষ্টিটিউশন আইনসম্মত এবং স্বীকৃত। আমেরিকার লাসভেগাসেও প্রষ্টিটিউশন আইনসম্মত এবং স্বীকৃত।

আমরা পৃথিবীর গুটি কয়েক দেশের মধ্যে একটি; যেখানে প্রষ্টিটিউশন চর্চা নির্বিঘ্নে করা যায়। মুসলিম দেশ গুলোর ভেতর একমাত্র আমরাই এই বিরল সম্মানের(!) অধিকারী। যদিও ৯৯% মুসলিম অধ্যুষিত তুরষ্কেও এটি লিগ্যাল, তবুও তুরষ্ক তো অফিসিয়ালি সেক্যুলার রাষ্ট্র এবং একইসাথে ইউরোশিয়ান রাষ্ট্র। আসলে আমাদের দেশ এখনও নারীর যথাযোগ্য সম্মান দিতে শিখেনি। দেশের গুরুত্বপূর্ন মন্ত্রীদের আসনে নারীরা আসীন, কয়েক যুগ ধরে দেশের প্রধানমন্ত্রীও নারীই হয়েছেন।

তবুও আমাদের দেশে এখনও নারীকে পন্য হিসেবে ব্যবহার করা হয়। কি লজ্জা! হে নারী! কবে তোমায় সম্পত্তি না ভেবে সম্পদ ভাবা হবে © এনডিএন ®™ তথ্য সূত্রঃ উইকিপিডিয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।