আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচারের চামচা । চামচা মামাদের নিয়ে লিখা একটি কবিতা ।

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । স্বৈরাচারের চামচা আ.হ.ম. সবুজ নেতা বড় শক্ত মিছে ডালে রক্ত । মঞ্চেতে দাঁড়িয়ে বলে হাত নাড়িয়ে । ভোট দাও আমারে আমি হই মামারে ।

যেই মামারে দিলাম ভোট সেই না ভরে নিজের কোট । তুই আবার কেঠারে ? সলিমুদ্দিন বেটারে । দর বেটারে খামছা এরাই স্বৈরাচারের চামচা । ২১শে সেপ্টেম্বর , ভোর ৪টা । আমাদের সমাজে চারপাশে এমন অনেক মামা পাবেন , যারা সমাজের সুবিধা ভূগিদের পক্ষে সবসময় চামচামি করে ।

আবার এমন অনেক মামা আছে যারা , মুজিবকোট গায়ে দিয়ে , গলায় টাই জুলিয়ে মঞ্চের প্রথম সারিতে বসে । আর বক্তিতা দেয় এমন ভাবে, " রক্ত যখন দিয়েছি , রক্ত আরো দিব । তবে আমার রক্তে ভাইরাস আছে তাই আমি এক ফোটাও দিতে পারব না । " এসব ভন্ড মামাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে । এদেরকে সমাজ থেকে বিতারিত করতে হবে ।

অন্যথায় আমাদের পরবর্তি প্রজন্ম স্বৈরাচারদের চামচাই থেকে যাবে । তাই আসুন সবাই কাধেকাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজ থেকে এসব স্বৈরাচার ও চামচাদের উৎখাত করি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।