আমাদের কথা খুঁজে নিন

   

আমার এই ক্ষুদ্র প্রয়াস......

মুখের প্রতিবাদ মুখ হোক, হাতের প্রতিবাদ হাত হোক, লাঠির প্রতিবাদ লাঠি হোক, আস্ত্রের প্রতিবাদ অস্ত্রে হোক আর ব্লগিংয়ের প্রতিবাদ ব্লগিংয়ে হোক। জয় বাংলা! শুনে যাই তোমার সেই আত্মভোলা হাসি, আপন ভুবনে, আত্মপ্রয়াণে শুধু যাই ডাকি; স্বপ্নে শুধু ডেকে যায় তোমারই স্বর, কখন যে আসবে তুমি হবে কখন ভোর? নিঃস্ব আমি, রিক্ত প্রাণ তোমায় যে প্রয়োজন, ছাতকের ন্যায় অপেক্ষায় বুঝবে কখন? কণ্ঠ আমার বলতে কঠিন মনেরও কথা, প্রকাশেতে কেন যে ভয় অন্তরের ব্যাথা। আমায় তুমি জড়িয়ে নেও তোমারও ভুবনে, কেন বল দূরে থাকো কেন গো বিহনে? স্বপ্ন আমার তোমায় ঘিরে কেন হয় গাঁথা? ফুল শুধু ঝরে যায় ঝরে না কেন পাতা; আমার এই ক্ষুদ্র প্রয়াস শুধুই কি বৃথা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।