আমাদের কথা খুঁজে নিন

   

১৪.৫ ইঞ্চির চারকোণা জীবন

It is not best that we should all think alike; it is a difference of opinion that makes horse races. মাঝে মাঝে আমি আর আমার এক কাজিন মজা করে বলি, “আমাদের যদি খাবার-দাবার আর ইন্টারনেট কানেকশন দিয়ে একটা ঘরে সারা জীবন রেখে দেওয়া হয় আমাদের কোন অবজেকশন থাকবে না। ” আসলেই, বাইরের দুনিয়ার থেকে আমার ১৪.৫ ইঞ্চির এই জগতটাকেই অনেক বেশি নিরাপদ, মজাদার, শিক্ষণীয় আর সব থেকে বেশি আকর্ষনীয় মনে হয়। বাইরের জগতের বিভিন্ন নেশা দ্বারা নেশাগ্রস্থ হওয়ার থেকে আমার মনে হয় ফিফা, নিড ফর স্পিড, বেটেল ফিল্ড অথবা কল অফ ডিউটি’র মত গেম এডিক্ট হওয়া অনেক ভাল। অন্তত এইগুলো খেল্লে সিধান্ত গ্রহণ, বিচক্ষণ, কৌশল এই সকল বিষয়গুলো খুব ভালোভাবে রপ্ত হয়ে উঠে। মনের কথা মুখ দিয়ে বলার থেকে লিখে প্রকাশ করাটাই মনে হয় সহজ।

নিজেকে সাবলিল ও সুন্দর ভাবে ফেসবুক এ যত সহজভাবে করা যায়, বাস্তবে মনে হয় তার থেকে বিষয় টা একটু কঠিন। আর যত যাই হোক, “ফেসবুক এ সবারই কিন্তু একটা স্ট্যাটাস আছে ”। আমরা তো মনে মনে অনেকেই নিজেকে হিরো বা হিরোইন ভাবি, কিন্তু কয়জন প্রকাশ করতে পারি, কিন্তু ফেসবুক এ দেখেন, কত মানুষের প্রোফাইল পিকচার এর জায়গায় নায়ক নাইকাদের ছবি। আর বাস্তবিক সমাজের চেয়ে ১৪.৫ ইঞ্চির এই সমাজ টা আমার কাছে অনেক সহজ আর মজাদার মনে হয়। আমার ১৪.৫ ইঞ্চির এ জগতটা কিন্তু কাজেরও বটে, আউট সোর্সিং করে এখানে সহজেই ভালো রকমের টাকা পয়সা আয় করতে পারি, আমার কলেজের অনেক ছেলেরা যখন বাইরে নেশায় উন্মত্ত তখন হয়ত আমি আমার বন্ধুদের সাথে ফেসবুক এ আড্ডা আর একি সাথে বসে বসে অনলাইন এ কাজ করতে থাকে।

এ সুযোগতো চাকরিজীবীরা দূরে থাক ব্যবসায়ীরাও পায় না, এমন একটা অফিস কি কেউ দেখাইতে পারবে যেইখানে চাকুরেরা বন্ধুদের নিয়ে আড্ডা আর কাজ একি সাথে করতে পারে। আমার এ কাজের বেতন ও কিন্তু খুব একটা কম না কি নাই আমার ১৪.৫ ইঞ্চির এ মনিটরে, যখন যেমন চাই ঠিক তেমন করেই সাজিয়ে নিতে পারি, যখন যা জানার প্রয়োজন তা তাৎক্ষণিক ভাবে জেনে নিতে পারি, আর বিনোদোনের তো কোন অভাব ই নেই এইখানে। বর্তমানের এই সময়ে আমার কাছে বাইরের জগতটার থেকে আমার ১৪.৫ ইঞ্চির চারকোণা এই জীবনটাকেই বেশি সুন্দর মনে হচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।