আমাদের কথা খুঁজে নিন

   

৭ম দফা বাড়লো বিদ্যুতের দাম খুচরায় ১৫% পাইকারিতে ১৭%

আমি বাংলা'র, বাংলা আমার বর্তমান সরকারের আমলে সপ্তমবারের মতো এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া পাইকারি দাম বাড়ানো হয়েছে ১৬ দশমিক ৯ শতাংশ। সেপ্টেম্বর মাস থেকেই এই বাড়তি বিল গ্রাহকদের গুণতে হবে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। পাইকারি দাম বাড়ানোর ব্যাপারে গণশুনানি হলেও বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হলো কোনো শুনানি ছাড়াই।

দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের প্রতি ইউনিটে গড় খুচরা মূল্য ৫ টাকা থেকে বেড়ে হলো ৫ টাকা ৭৫ পয়সা। পাইকারি দাম ৪ টাকা দুই পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৪ টাকা ৭০ পয়সা টাকা। বিদ্যুতের খুচরা দাম নির্ধারণের ক্ষেত্রে মোট ছয়টি ধাপ বা স্ল্যাব থাকছে। ধাপগুলো হচ্ছে: প্রথম ধাপ (শূন্য থেকে ৭৫ ইউনিট) পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে বিদ্যুৎ নিতে গ্রাহককে ইউনিটপ্রতি তিন টাকা ৬৬ পয়সা এবং অন্য সব সংস্থা থেকে নিলে তিন টাকা ৩৩ পয়সা দিতে হবে। দ্বিতীয় ধাপ (৭৬ থেকে ২০০ ইউনিট) আরইবিতে দাম পড়বে ৪ টাকা ৩৭ পয়সা, অন্যান্য সংস্থায় পড়বে ৪ টাকা ৭৩ পয়সা।

তৃতীয় ধাপ (২০১ থেকে ৩০০ ইউনিট) আরইবিতে ইউনিটপ্রতি দাম ৪ টাকা ৫১ পয়সা, অন্য সব সংস্থায় ৪ টাকা ৮৩ পয়সা। চতুর্থ ধাপ (৩০১ থেকে ৪০০ ইউনিট) আরইবিতে দাম ৭ টাকা ১০ পয়সা, অন্য সংস্থার জন্য ৪ টাকা ৯৩ পয়সা। পঞ্চম ধাপ (৪০১ থেকে ৬০০ ইউনিট) আরইবিতে ৭ টাকা ৪০ পয়সা, অন্যদের জন্য পড়বে ৭ টাকা ৯৮ পয়সা। ষষ্ঠ ধাপ (৬০০ থেকে ওপরে) আরইবিসহ সব সংস্থায় পড়বে ৯ টাকা ৩৮ পয়সা। Source: Banglanews24.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।