আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব নিয়ে ভাবো; আবেগ কে খুন করো.।।

পলিঃ ওহ রিমন তুমি বুঝনা কেন ,তুমি হীন আমি বড়ই অসহায়। তোমাকে ছাড়া আগামি দিন গুলু আমি কোন ভাবে ভাবতে পারি না। বলতে পারো আমি প্রায় অন্ধ। আমি এই সুন্দর পৃথিবি এখনো ভালো করে দেখতে পারি না তুমি দূরে থাকলে। তুমি আমার বেঁচে থাকার সুদির্ঘ্য পথ।

আমার সমস্ত অস্তিত্বর জুড়ে ওগো শুধু তুমি বসবাস করো। রিমনঃদেখো পলি তোমার আমার মাঝে অনেক পার্থক্য। আর এই পার্থক্য কে তুমি বা আমি কেউ জয় করতে পারবো না। আজ তুমি আবেগের মোহে অন্ধ হয়ে আমাকে অনেক ভালোবাসো। তা আমি অস্বীকার করি না।

কিন্তু এই আবেগ বেশি দিন রবে না। শোনো.....। পলি;না তোমার কোন কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসা দিবে কি না বলো। আমি এই পৃথিবিকে চাই না,আমি টাকা- বাড়ি, গাড়ি চাই না।

শুধু তোমাকে চাই। আমার পৃথিবি জুড়ে শুধু তুমি। তুমি হীন এই হৃদয়ে আর কোন যুবকে আমি আসতে দিব না। যদি তোমাকে আপন করে না পাই তাহলে আমি আত্মহুতি দিব। তবুও অন্য কাউকে এই হৃদয়ে স্থান দিবো না।

আমার অবুঝ ভালবাসার কসম আমাকে তুমি ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব , রিমন নিঃস্ব। রিমনঃআমি জানি তুমি আমাকে ঢ়ের ভালোবাসো। কিন্তু এই পরিপূর্ণ ভালোবাসা এক সময় নদীর মতো বিলপ্ত হয়ে যাবে। কারন তোমার দেহে আজ কানায়-কানায় যৌবন।

সেই যৌবনের উম্মাদনায় তুমি আমাকে ভালোবাসো । আমার এই সৌন্দর্য আজ তোমার কাছে বড্ড ভালো লাগে। তাই তোমার মনে হচ্ছে আমি তোমার পৃথিবি। আমাকে ছাড়া তোমার বেঁচে থাকাটাই দায়। কিন্তু যে দিন অভাবের তাড়নায় তোমাকে ,তোমার সাধ্য মতে অন্ন, বস্ত্র দিতে পারবো না।

হয়তো বা পরিশ্রম করতে করতে একসময় আমার আজকের এই যৌবন হারিয়ে যাবে। নষ্ট হয়ে যাবে এই সৌন্দর্য। তুমিও ঠিক মতো না খেতে পেরে যৌবনের সব সুখ হারিয়ে পেলবে। ঠিক তখন তোমার সত্যিকারের বিবেক তোমাকে নাড়া দিবে। তোমার মনে অনেক প্রশ্ন দেখা দিবেঃকেন তুমি আমার সাথে সংসার বাধলে?কেন তুমি তোমার উজ্জ্বল জীবনটা এইভাবে অকালে নষ্ট করে দিলে?আরও অনেক প্রশ্ন।

এবং তখন তুমি আমাকে প্রচুর ঘৃ্না করে সারাক্ষণ আমার সাথে বিবাদে লিপ্ত থাকবে। তার ছেয়ে তুমি এখনি সব কিছু ঠিক করে নাও। তুমি ধনীর দুলালী। আরেক ধনীর দুলালের সাথে সুখের নীড় গড়ো। কত ধনীর সুদর্শন ছেলে তোমার অপেক্ষায় দিন গুনছে ।

আমাকে তুমি ক্ষমা করে দিও পলি। আমি তোমাকে ভালবাসতে পারবো না। কথা দিচ্ছি আমি আজিবন তোমার বন্ধু হয়ে রবো। প্লীজ পলি কাঁদিস না। আমি যা বলিছি সব বাস্তবসম্মত কথা বলেছি।

আমার জীবনের সাথে জড়িয়ে তুমি কেন কষ্ট করবে। জানো আমার লেখা-পড়ার খরছ চালাতে আমার বাবাকে প্রতিদিন কতনা কষ্ট করতে হয়। কখনো খেয়ে। আবার কখনো না খেয়ে আমার জন্য টাকা পাঠায়। আর তোমার বাবা তোমাকে প্রতিদিন একটা করে জামা কিনে দেয়।

তোমার একটু অসুখ হলে কত না ডাক্তার ছুটে আসে। তুমি মাসে একটা করে গাড়ি পরিবর্তন করো । সুতরাং তোমার আমার মাঝে যে ব্যবধান তা কোন কালেও মিলন হবার নয়। বাস্তব নিয়ে একটু ভাবে ,আবেগ কে খুন করো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।