আমাদের কথা খুঁজে নিন

   

" ধর্মীয় অনুভুতি "

নিজের করি নিজে খাই বলার তেমন কিছু নাই । ইদানিং আমারা একটা শব্দের সাথে খুব ই পরিচিত তা হলো ধর্মীয় অনুভুতি । বিশেষ আমাদের দেশে যে আস্তিক-নাস্তিক দের দ্বন্দ শুরু হয়েছে তার পর এই " ধর্মীয় অনুভুতি " শব্দ টার সাথে কেন জানি সবারই আত্মীয় হয়ে গেছে । যে কোন কিছিতে ই শুধু একটা ই কথা " ধর্মীয় অনুভুতিতে আঘাত " । আচ্ছা ধর্মের কি বিশ্বাস না কোন জীব যে ধর্মের ও অনুভুতি আছে ? মানুষের অনুভুতি আছে বিধায় মানুষ কে কাতু-কুতু দিলে মানুষের শরীরে শুর-শুরি হয় প্রায় মানুষ ই কাতু-কুতু দিলে হাসে । আচ্ছা ধর্মকে কি কাতু-কুতু দিলে ধর্মের শুর-শুরি হয় ধর্ম কি হাসে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।