আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা-পূর্ণতা

শূন্যতা, তুমি দুহাত মেলে রেখো; খুলে দাও আঁধারের রুদ্ধ দ্বার, মন করিডোরের অন্ধকার জুড়ে হতে দাও কিছু আলো পারাপার। শূন্যতার শূন্য, তুমি অন্ধ অধিরাজ; খুলে দাও তোমার লোহিত সীমান্ত, দক্ষিণের মাঠে উড়ে রাঙ্গানো শ্বাস ছুঁতে দাও অগোছালো জীবনের প্রান্ত। পূর্ণতা, বড় বেহিসাবি হিসাব তোমার; অনেকের মাঝেও হয়ে থাকো অপূর্ণ, বিরান বিজনে যে দিলো তৃষ্ণার জল ভুলে গিয়ে সব ভরে রাখো শূন্য। পূর্ণতার শূন্য, তুমি বড় বেশী স্বৈরাচারী; ঝুলি ভরা ধন তবু অভাবের সংসার, তোমার তলাহীন অথৈ ঝুড়ি পূর্ণ করবে পূর্ণতায়, সে সাধ্য কার! ০৫/০৪/২০১২ খ্রিঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।