আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং আমার ভাবনাগুলো.....

যদি ভালবাসা দাও ঠিক করে নিব জীবনের ভুল গুলো যদি ভালবাসা দাও তোমায় নিয়ে যাব সাত সমুদ্র তের নদীর ওপার সেই খানে হবে আমাদের ভালবাসার ঘর । একটা সময় ছিলো যখন কোনো চিন্তা ছিলো না, ছিলো না কোনো ভাবনা। জীবন মানে কি বুঝতাম না তখন। বুঝতাম না তখন বড় হতে চাও্য়ার মানে। এখন যেহেতু বড় হয়েছি বুঝতে শিখেছি অনেক কিছুই কিন্তু এতে বরং সমস্যাই বেরেছে বৈকি, লাভের পরিমানটা সামান্যই।

কিন্তু এখানেও একটা আনন্দ আছে বড় হও্য়ার আনন্দ। বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুতেই পরিবর্তন আসে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে বোধহয় চিন্তা চেতনায় অথবা দৃষ্টিভঙ্গিতে। যেমন ছোটোবেলায় একটা ছেলে একটা মেয়ের দিকে যে দৃষ্টিতে তাকায় বড় হয়ে নিশ্চয় সে ওই দৃষ্টিতে তাকায় না। তার তাকানোর মধ্যে অনেক পরিবর্তন আসে যা একটা ছেলেই ভালো বলতে পারবে। আমি বড় হয়ে যাচ্ছি তা্ই আমার চিন্তা ভাবনাগুলোও বড় হচ্ছে ঠিক যেন ঢাকা শহরের বেড়ে ওঠা ঐ বিশাল বিশাল দালানগুলোর মত।

কিন্তু কেন যানি সেগুলি বাস্তবে রূপান্তরিত হচ্ছে না। যখন ছোট ছিলাম ভাবনাগুলি ছিল খুবই সাধারন কিন্তু এগুলি এখন ক্রমশই জটিলতর হচ্ছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।