আমাদের কথা খুঁজে নিন

   

৩০ সেপ্টেম্বর থেকে MRP পাসপোর্টের কাজ বন্ধ করে দিচ্ছে আইরিশ-জেভি

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে । হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) জন্য কম্পিউটারে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ বন্ধ করে দিচ্ছেন পাসপোর্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ-জেভির স্থানীয় প্রতিনিধি। ৩০ সেপ্টেম্বর থেকে এ প্রতিষ্ঠানের সব লোকবল সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রকল্পের দায়িত্বশীল সূত্র স্বীকার করেছে, আইরিশ-জেভির প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল সরিয়ে নেওয়া হলে এমআর পাসপোর্ট সরবরাহ বন্ধ হয়ে যাবে। কবে আবার পাসপোর্ট দেওয়া সম্ভব হবে, তা-ও তারা বলতে পারছে না। সূত্র জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ২০১১ সালের ১ এপ্রিল থেকে সব দেশকে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসার প্রচলন করতে হবে। সেই চুক্তির শর্তানুসারে বাংলাদেশ এ প্রকল্প হাতে নেয়। ২০১০ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশে এমআর পাসপোর্ট চালু হয়।

এ প্রকল্পের আওতায় তিন বছরে ৬৬ লাখ লোককে পাসপোর্ট দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে শুরু থেকেই এমআর পাসপোর্টের জন্য কম্পিউটারে তথ্য-উপাত্ত সংরক্ষণের কাজ করছে পাসপোর্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আইরিশ-জেভি। তাদের ৫১০ জন কর্মকর্তা-কর্মচারী দুই বছরের জন্য এ প্রকল্পে কাজ করছেন। গত ৩১ মার্চ প্রকল্পের মেয়াদও শেষ হয়ে যায়।

সরকারের পরিকল্পনা ছিল, দুই বছরের মধ্যে পাসপোর্ট অধিদপ্তর নিজস্ব জনবল নিয়োগ করবে। তখন প্রকল্পের জনবল চলে যাবে। কিন্তু দুই বছরেও অধিদপ্তর কোনো লোক নিয়োগ করতে পারেনি। জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, ‘চুক্তি নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সেই সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আইরিশ-জেভিকে অনুরোধ করা হয়েছে।

সূত্রঃ প্রঃআঃ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।