আমাদের কথা খুঁজে নিন

   

রাতের ভাবনা-১

মাঝে মাঝেই এমন হয়,ভাবি আর ভাবতে ভাবতে নিজের অন্তরালের আমিকে খুঁজি। । মাঝে মাঝে নিজের সুর খুজে পাই না,বুঝি না কি ছেয়েছিলাম আর কিবা পেয়েছি। আমার প্রত্যাশিত প্রাপ্তি আর না পাবার কষ্ট দুইই আমায় কষ্ট দেয়। না,কিছুই লুকাব না।

ভাবনার অন্তরালের আমিকে কেটে ছিঁড়ে যে তুমি দেখতে চেয়েছিলে সে তুমি অতটা সাহসি নও বলেই নিরাপত্তার আদর চেয়েছিলে। আমরা খুব বেশি বোকা, তাইত নিরাপত্তার চাদরে নিজেকে ডেকে সুখ খুঁজি। কিন্তু সত্যিকারের ভালবাসা আর সুখ কতটা নিরাপত্তা দিতে পারে। কারন সত্যি ভালবাসা প্রপ্তি খুঁজে না,খুঁজে না নিরাপত্তা। পৃথিবীর নিরুত্তাপ নিরাপত্তার আদর তোমাকে দূরে নিয়ে যাবে, কষ্টের জল তোমার মুছে যাবে নানা রঙের প্রশাধনিতে,শব্ধহিন আক্ষেপ তোমার বন্ধ হবে লাল বেগুনি ফানুশে।

কিন্তু কি দিয়ে লুকাবে নিজেকে,ভিতরের আমি একদিন প্রতিবাদ করে বলবে আমি ভুল করেছি। কিন্তু হায়! ফিরার দরজা কোথায়? যা তুমি ফেলে গেলে তা হয়ত তেমনি থাকবে না, সময় সেখানে অনেক পরিবর্তনের রঙ লাগাবে কিংবা তুমি হয়ত ফিরার পথ ভুলেছ! যে বহুদিন তোমার প্রতীক্ষা করেছিল, সে আজ বড় অভিমানি, কিছুতেই তার আগল খুলবে না। সে আজ তার প্রত্যাশিত পথে হাটে না,মন যা চায় তাই করে না, ভুলে যায় নাভুলা কথাগুলি,শব্দহিন প্রতিবাদ করে না,সে আজ চুপচাপ নিরাকার সত্তা। তার আজ কোন কিছুই পাবার নেই পৃথিবী থেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।