আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্প - যৌনাবেগ - ওড়না টানা অপারেশন

তুমি আমি আমরা ...... দুস , সুখ টানডা আমারে দিস - রঞ্জন তার সদ্য জন্মানো খোঁচা খোঁচা দাড়ি চুলকে সোহাগকে বলে । এনায়েত ঘাড় বেকিয়ে রঞ্জনের দিকে তাকায় -- লাত মারমু হালা , সোহাগ সিগারেটের পুটকি এইবার আমারে দিব ‘ তুই আগেরডার পুটকি টানছস , এইবার আমি ফাস্ট কল দিয়া রাখছিলাম , জিগা সোহাগরে । সোহাগ তার টোল পড়া গালে কিঞ্চিত হাসি টেনে গোল্ডলিফে আরেকটা কষে টান বসায় । তারা তিন বন্ধু এখনধানমন্ডি ১২ নম্বরের কাছে ফুটপাতে বসে আছে । আর কিছুক্ষন পর তাদের অপারেশন শুরু হবে ।

অপারেশনের নাম – “ ওটাঅ “ যার ফুল ফরম – ‘ ওড়না টানা অপারেশন ‘ , তাদের একটা ক্লাব আছে নাম “ ওড়না টানা ক্লাব ‘ সংক্ষেপে ( ওটাক্লা ) । বিকালের দিকে এই সাইডে বেশ কিছু হুর-পরী রিক্সা দিয়ে যাতায়াত করে । এই সময়ে তারা ঝটিকা অপারেশন চালায় সেই সব হুর–পরীদের দেহে । একজন চলন্ত রিক্সায় টান দিয়ে মেয়েদের বুক থেকে ওড়না নামিয়ে দেয় পা পর্যন্ত আর বাকি দু’জন রাস্তার দু’পাশ থেকে এই সম্পূর্ণ অপারেশন মোবাইলে ভিডিও করে । মাত্র কয়েক সেকেন্ডের অপারেশন ।

অথচ প্রতিটি মুহূর্তে থাকে টান টান উত্তেজনা , ভরপুর রোমাঞ্চ ! কাজ শেষ হওয়া মাত্র তিন জন তিনদিকে দৌড় দেয় । ঘড়ি ধরে ঠিক আধা ঘণ্টা পর তিন জন তিন কোনা থেকে রবীন্দ্র সরবোরে মিলিত হয় । আরেকটা গোল্ডলিফ ধরিয়ে “ ওটাঅ “ অপারেশনের তাজা ভিডিও দেখে । - মাম্মা তুমি আইজকা মাইয়ার এক্কেবারে বুক কচলাইয়া দিছ , ছেমড়ি সিউর এখন বুকে মোভ ঢলতাছে ভিডিও দেখতে দেখতে তারা উক্তি করে , ক্যোঁৎ ক্যোঁৎ হাসিতে একে অন্যের গায়ে ঢলে পড়ে , ভিডিও আবার রিপ্লে দেয় । -------------------------------------------------------------------- - দুস একটা খাসা মাল আইতেছে তিন উত্তেজিত বালক একসাথে হয়ে উঠে দাড়ায় ।

সোহাগ সিগারেটের শেষটূকূ বাড়িয়ে ধরে এনায়েতের দিকে , এনায়েত সিগারেট ঊপেক্ষা করে এগিয়ে যায় সামনে । ইতিমধ্যে রঞ্জন মুখে চুক চুক শব্দে এনায়েতের পাশে চলে গেছে , সোহাগ কাঁপা হাতে সিগারেটের শেষ অংশ দূরে ছুড়ে ফেলে । তাদের চোখে এখন লোভীর জানোয়ারের দৃষ্টি । এখন আর সুখ টানের সময় নয় , এখন সময় ওড়না টানার ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।