আমাদের কথা খুঁজে নিন

   

আরো একটা ননসেন্স রাইম (another nonsense rhyme) এইটা ইনসোমনিয়াকদের জন্য

প্যারালাল ওয়ার্ল্ডে অন্তত এত দুঃখে নেই ভেবে কৃত্তিম প্রশান্তি নিয়েই বেচে আছি বিষবাষ্প যখন ঢোকে নিঃশব্দে পৃথিবীর বুকে মলিন মুখে তার বিদীর্ণ হাহাকার ,থাকবে কোথায় সে সুখে জীর্ণ পৃথিবীর আনাচ কানাচ থেকে জ্বলে ওঠা সাগরের জল ধৃত অপরাধী নিঃসঙ্কোচ নির্ভয়ে প্রয়োগ করে তার ছল দুর্জেয় নমনীয়তায় ভরা এ দুঃসাহসের নগরী ছলনায় আকাশের বুক চীরে যবে ওঠে পাষাণে ঢেউ যাতনায় নিঃস্ব এ পৃথিবীতে থাকবোনা আর দুঃখ বয়ে মেঘের ভেলায় চলে যাব অন্য কোন গ্রহে ঘুম আসলে ঘুমায়া লন বালিশ লাগলে আওয়াজ দিয়েন পিলিজ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।