আমাদের কথা খুঁজে নিন

   

উইলিয়াম-পত্নী কেটের ‘টপলেস’ চার চারটি ছবি।

আপনার সম্পর্কে কিছু লিখুন-এভবে আসলে বলা যায় না। মানুষ ত আর যন্ত্র না যে সব সময়ই একরকম। আসলে আমরা নিজেরাই প্রতিনিয়ত পর্যবেক্ষন করি আমরা কি রকম। টুকরো খবর ব্রিটেনের রাজপরিবার আদালতে সংবাদসংস্থা • প্যারিস ডাচেস অফ ক্যাথরিনের ‘টপলেস’ ছবি আর যাতে না ছড়ায়, তার জন্য ফ্রান্সে আইনি লড়াইয়ে নামল রাজপরিবার। একটি ফরাসি পত্রিকায় ওই ছবি প্রথম ছাপা হলেও ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে বিদেশি কিছু ওয়েবসাইটে।

একটি আইরিশ এবং ইতালীয় পত্রিকাও ছেপেছে সেই ছবি। আর সেই সূত্রেই প্যারিসের কোর্টে ফৌজদারি নালিশ জানিয়েছেন রাজকুমার উইলিয়াম এবং কেটের আইনজীবী। পৃথক একটি মামলায় ফরাসি ওই পত্রিকার যে সংস্করণে বিতর্কিত ছবিগুলো ছাপা হয়েছে, সেই সংস্করণ তুলে নিতে আবেদন জানাবেন রাজ-দম্পতি। আইনজীবীদের বক্তব্য, ফরাসি আইন অনুযায়ী, ওই ছবিগুলি ব্যক্তিগত অধিকার ভঙ্গ করেছে। ফলে এতে জটিলতার কোনও ব্যাপার নেই।

যদি ওই পত্রিকার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা জারি করে, তা হলে পত্রিকাটির সংস্করণ ফ্রান্স থেকে উধাও হয়ে যাবে ঠিকই। কিন্তু তাতে বাইরে এই ছবি ছড়িয়ে পড়া কত দূর আটকানো যাবে, সন্দেহ রয়েছে। রাজ-দম্পতি অবশ্য এখন এ সব বিতর্ক থেকে বহু দূরে রানির সিংহাসনে ৬০ বছরের সফরে সলোমন দ্বীপে কাটাচ্ছেন। সেখানে সাদর অভ্যর্থনাও পেয়েছেন তাঁরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।