আমাদের কথা খুঁজে নিন

   

ওবায়দুল কাদেরকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় রেলের অবৈধ দখলদারদের মিষ্টি বিতরণ

Student : B.Sc in EEE যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে রেলের মাটির অবৈধ দখলদারদের মধ্যে স্বস্তি ও উল্লাস দেখা দিয়েছে। গত চার দিন ধরে তারা একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে চলেছেন। ফলে রেলস্টেশনের পাশের দোকানগুলোতে মিষ্টির সংকট দেখা দিয়েছে। স্থানীয় একজন মিষ্টির দোকানদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে মন্ত্রী ওবায়দুল কাদের কর্তৃক দুর্নীতির অভিযোগে বরখাস্তের আদেশ পাওয়া রেলের কানুনগো জিয়াউল হক জিয়া চাঁপাইনবাবগঞ্জে আবারও তৎপরতা শুরু করেছেন। মন্ত্রীর দফতর পরিবর্তনের পরপরই কানুনগো জিয়া তার কতিপয় দালালকে দিয়ে রেলের জমির অবৈধ দখলদারদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছেন এবং পূর্বের লিজ পাওয়া অতিরিক্ত জমি দখলকারীদের উচ্ছেদ করা হবে না জানিয়ে অর্থের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রেলের একটি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে রেলের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০০ একর সম্পত্তি বেহাত হয়ে আছে। আর এই সম্পত্তি থেকে উচ্ছেদের নামে ইতিপূর্বে ৫ বার বাণিজ্য করা হয়েছে। কিন্তু গত ৩১ আগস্ট রেলমন্ত্রী ওবায়দুল কাদের চাঁপাইনবাবগঞ্জে এসে অবৈধ জমি উদ্ধারের ঘোষণা দিয়েছিলেন। মূল খবর এখানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.