আমাদের কথা খুঁজে নিন

   

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়া অর্থাৎ হযরত উম্মুল মু'মিনীন আলাইহিন্নাস সালাম

মহান আল্লাহ পাক ইরশাদ করেন, قل لا اسئلكم عليه اجرا الا الـمودة فى القربى অর্থ: “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতদেরকে বলুন, আমি তোমাদের নিকট নুবুওওয়াতের দায়িত্ব পালনের কোন প্রতিদান চাইনা। তবে আমার নিকটজন তথা আহলে বাইতগণের প্রতি তোমরা সদাচরণ করবে। ” (সূরাতুশ শূরা-২৩) হাদীছ শরীফ এ ইরশাদ হয়েছে যে, “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি সাইয়্যিদুনা রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখেছি, তিনি (বিদায়) হজ্জে আরাফার দিন উনার ‘কাসওয়া’ নামক উষ্ট্রীর উপর সওয়ার অবস্থায় খুতবা দান করছেন। আমি শুনেছি, তিনি খুতবায় বলেছেন, হে লোক সকল! আমি তোমাদের মাঝে এমন বিষয় রেখে যাচ্ছি, তোমরা যদি শক্তভাবে ধরে রাখো, তবে কখনো গুমরাহ হবে না। তাহলো মহান আল্লাহ পাক উনার কিতাব ও আমার ইতরাত তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা।

(তিরমিযী শরীফ, মিশকাত শরীফ) তাই উপরোক্ত আয়াত শরীফ ও হাদীছ শরীফ-এর মাধ্যমে সহজে উপলদ্ধি করা যায় হযরত আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে জানা ও উনাদের মুহব্বত করা ঈমানের অংশ। নিচে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়া অর্থাৎ হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারদের নাম মুবারক আলোচনা করা হলোঃ ১.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদীজাহ বিন্তু খুওয়াইলিদ আলাইহাস সালাম। ২.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত সাওদা বিন্তু যাময়া আলাইহাস সালাম। ৩.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা বিন্তু আবী বকর ছিদ্দীক্ব আলাইহাস সালাম। ৪.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত হাফসা বিন্তু উমর ফারূক্ব আলাইহাস সালাম।

৫.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত যয়নব বিন্তু খুযাইমা আলাইহাস সালাম। ৬.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু সালামাহ্ আলাইহাস সালাম। ৭.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত যয়নব বিন্তু জাহাশ আলাইহাস সালাম। ৮.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত জুওয়াইরিয়া বিন্তু হারিছ আলাইহাস সালাম। ৯. উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু হাবীবাহ বিন্তু আবী সুফইয়ান আলাইহাস সালাম।

১০.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত মাইমূনাহ বিন্তু হারিছ আলাইহাস সালাম। ১১.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছফিয়্যা বিন্তু হুয়াই বিন আখতাব আলাইহাস সালাম। ১২.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত মারিয়াতুল কিবতিয়াআলাইহাস সালাম। ১৩.উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত রায়হানা আলাইহাস সালাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.