আমাদের কথা খুঁজে নিন

   

টেক টেক টেকী--১০ টি কাজে লাগার মত সাইটX

যে মুখ নিয়ত পালায়......। । একটু আগে ইচ্ছা হল পোস্ট দিমু। কিন্তু দেয়ার মত কিছু নাই। তাই এই টেকী পোস্ট।

কারো কাজে লাগলে ভালো লাগবে। এই টেকি পোস্টের নাম দশটি কাজে লাগার মত সাইট। পোস্টের নাম শোনেই বুঝা যাচ্ছে এটি কম কথার পোস্ট। প্রথম সাইট- জট্টি ম্যালওয়ার স্ক্যান । সন্দেহ জনক ফাইল, ইমেল এটাচমেন্ট এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন।

দ্বিতীয় সাইট - ব্লগ কন্টেন্ট কে নিউজ পেপার আর্টিকেলের মত করে পিডিএফ আকারে সেভ করতে পারেন। শুধু ইংলিশ আর্টিকেলের ক্ষেত্রে কাজ করে। হারামজাদা বাংলা আর্টিকেলের লিংক দিলে বক্স বক্স করে আসে। তৃতীয় সাইট- প্রিন্ট হোয়াট ইউ লাইক । মানে যেমনে ইচ্ছা প্রিন্টান।

ওয়েবপেজ কে ঘুরায়াফিরায়া প্রিন্ট করার ক্ষেত্রে এটি কাজে লাগবে। চতুর্থ সাইট- স্পাই পিগ । এর মাধ্যমে আপনার কোন সেন্ড মেইল যারে পাঠাইলেন সে পড়ছে কি পড়ে নাই জানতে পারবেন। আমি এটা ব্যবহার করি নাই। এর পদ্বতি হইল এরা একটা ইমেজ কোড দিবে।

সেই ইমেজ কোড আপনি আপনার ইমেলের সাথে সেন্ড করবেন। তবেই তারা ট্র্যাক করতে পারবে। কিছুটা রিস্কি। ট্রাই মাইরা দেখা যাইতে পারে। সিরিয়াসলি ব্যবহার না করাই ভালো।

পঞ্চম সাইট - একটা ছবির মধ্যে ভুং ভাং যা যা লুকানো আছে সব খুঁজে বের করুন এর মাধ্যমে। ষষ্ট সাইট- শেয়ার ইওর ইস্কীন...ডেক্সটপের স্ক্রীন সপ্তম সাইট - হুমায়ুন আহমেদের তেতুল বনে জ্যোস্না উপন্যাসে গ্রামের নাম ছিল বিরাট নগর। আপনার কাছে যদি বিরাট নগরের মত বিরাট কোন ফাইল থাকে তাহলে সেই বিরাট ফাইল শেয়ারের জন্য এই সাইট। অষ্টম সাইট - লেখার স্পেলিং গ্রামাটিক্যাল এরর চেক করার জন্য। নবম সাইট - কোন শর্টেন ইউ আর এল এর ভিতরে লুকানো ইউ আর এল এর পূর্ণ রূপ দেখুন এই সাইট ব্যবহার করে।

দশম সাইট- কোন ওয়েবসাইটের ট্রাস্ট লেভেল চেক করার জন্য এই নর্টন সেফ ওয়েভ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।