আমাদের কথা খুঁজে নিন

   

এই জীবন দিয়ে জানি পারবো না

এই জীবন দিয়ে জানি পারবো না নদীর এই পাড় থেকে ওপাড়ে যেতে এই জীবন দিয়ে জানি পারবো না মেঘের আড়াল থেকে একমোটো চাঁদের আলো ছিনিয়ে আনতে এই জীবন দিয়ে জানি পারবো না তিমির রজনী থেকে তোমাকে খুঁজে নিতে এই জীবন দিয়ে জানি পারবো না দেশের মহৎ উদ্দেশে একটু রক্ত বিসর্জন দিতে এই জীবন দিয়ে জানি পারবো না কোন সৎ কাজে নিজেকে বিলিয়ে দিতে এই জীবন দিয়ে জানি পারবো না ব্যর্থকে জয় করে সফলতাকে হাতের মোটো আনতে এই জীবন দিয়ে জানি পারবো না একটি পাখির আহার যোগার করতে এই জীবন দিয়ে জানি পারবো না নিজে-নিজেকে একটু সুখ দিতে এই জীবন দিয়ে জানি পারবো না অভাব মুক্ত ছোট্র সুখের নীড় গড়তে এই জীবন দিয়ে জানি পারবো না মুসলিম জাতিকে কিছু উপহার দিতে এই জীবন দিয়ে জানি পারবো না স্বদেশের খাদ্য সংকট দূর করতে এই জীবন দিয়ে জানি পারবো না ওরে রাজনীতির অস্থিরতা বন্ধ করতে এই জীবন দিয়ে জানি পারবো না গরীবের মুখে হাসি ফুটাতে এই জীবন দিয়ে জানি পারবো না অনাহারের মুখে ‘দু’ মোঠো ভাত তুলে দিতে। তবে কেন এই জীবন দিয়ে এতো বাহাদুরি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।