আমাদের কথা খুঁজে নিন

   

Youtube Gmail বন্ধ

চাইলেই তো অনেক কিছু লিখা যায়, কিন্তু এতো সময় কই বলুন.. News: মার্কিন যুক্তরাষ্ট্রের “ইনো........................স” চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (সা.) বিকৃতভাবে উপস্থাপনের ভিডিও ফুটেজ যাতে বাংলাদেশে দেখা না যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল সোমবার এ বিষয়ে গুগল কর্তৃপক্ষকে চিঠি লিখছে তারা। বিটিআরসির চিঠিতে চলচ্চিত্রটির ওই অংশের ভিডিও ফুটেজ গুগল সরিয়ে না নিলে তখন গুগল এবং ইউটিউব বন্ধ করে দেওয়ার বিষয়ে চিন্তা করা হবে বলেও জানা গেছে। সূত্র * পাকিস্তান সরকারও ইউটিউব বন্ধ করে দিয়েছে বর্তমানে বাংলাদেশের Youtube, Gmail সহ Google এর বেশ কিছু সেবা চালু হচ্ছে না । মনে হয় বাংলাদেশেও বন্ধ করে দেওয়া হয়েছে ! তবে Google চালু আছে ।

হোয়াই হাউজের অনুরোধ সত্তেও ইউটিউব ঐই ভিডিওটি সরাতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে । সাময়িক হলেও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো উচিৎ। সাহারা আপা এসেই এক যুগোপযোগী পদক্ষেপ নিয়ে ফেললেন !! এত বুদ্ধি উনার !! Gmail টা চালু রাখার দরকার ছিল । যাই হোক আজ রাতেই নাকি Gmail টা চালু করে দেওয়া হবে আপডেট : ইউটিউব বন্ধ করা হয়নি, ইউটিউবে মহানবী (সঃ) কে কটাক্ষ করা চলচ্চিত্রটি বন্ধ। মহানবী হযরত মুহাম্মদকে (স) কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

সারাবিশ্বে ইউটিউবে এই চলচ্চিত্রটি দেখানো হচ্ছিল। আর ঐই চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে গিয়ে অল্প সময়ের জন্য গুগলের সকল সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। টেলিযোগাযোগ নিয়ন্তণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।