আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ এক - এই বিশ্বাস মানুষকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । ১. হযরত আবু যর (রাঃ) বলিয়াছেন, রাসূলূল্লাহ (সাঃ) বলিয়াছেন, যে ব্যাক্তি লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই ) বলিয়াছে এবং ইহার উপর মৃত্যু বরণ করিয়াছে (অর্থাৎ এই বিশ্বাস নিয়া মৃত্যু বরণ করিয়াছে) , সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে । আবু যর (রাঃ) জিজ্ঞাসা করেন, যদি সে ব্যাভিচার করে এবং চুরি করে । রাছূল (সাঃ) বলেন, হ্যা, যদি সে ব্যাভিচার করে এবং চুরিও করে ।

আবু যর (রাঃ) দ্বিতীয়বার একই প্রশ্ন করেন । রাসূল (সাঃ) আবার একই জবাব দেন । আবু যর (রাঃ) তৃতীয়বার একই প্রশ্ন করেন । রাসূল (সাঃ) একই জবাব দেন এবং বলেন, যদি আবু যরের অপছন্দ হয় তবুও সে ব্যাক্তি জান্নাতে প্রবেশ করিবে । (বোখারী) ২.হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, এই কালিমা একদিন না একদিন অবশ্যই তাহার উপকার করিবে ।

যদিও তাহাকে উপকৃত হওয়ার আগে কিছু শাস্তি ভোগ করিতে হয় । (তিবরানী, তারগীব ) ৩.হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূল (সাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং যাহার অন্তরে যবের দানার ওজন পরিমাণ ঈমান থাকিবে, সে জাহান্নাম হইতে বাহির হইবে । তারপর এমন সকল ব্যক্তিও জাহান্নাম হইতে বাহির হইবে যাহাদের অন্তরে গমের দানা পরিমাণ ঈমান থাকিবে । তারপর এমন সকল ব্যক্তি জাহান্নাম হইতে বাহির হইবে যাহার অন্তরে অণূ পরিমাণও ঈমান থাকিবে । (বোখারী) ========================================== সূতরাং হে ভাই সকল ।

নিজের ঈমানের হেফাজত করি । শিরক এবং কাফির হওয়া থেকে বেচে থাকি । আশা করা যায় একদিন না একদিন অন্ততঃ মুক্তি পাওয়া যাইবে । তবে পাপ কাজ ত্যাগ করে আল্লাহ সন্তুষ্টিমত জীবন যাপন করলে ইহকাল ও পরকাল দুই কালেই ভালো থাকা যায় । জাহান্নামে যদি কারো এক সেকেন্ডের জন্যও যেতে হয় সেটাও অনেক কষ্টের হবে বলে আমি মনে করি ।

আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.