আমাদের কথা খুঁজে নিন

   

এক তুমি আমার,প্রথম শরতের প্রথমা।

প্রথম তোমায় দেখা এক রাস্তায়,এক বিকেলে। প্রথম তোমায় ভালোলাগা এক সংলাপে,এক সন্ধ্যায়। প্রথম তোমার নাম জানা এক অজানা আগ্রহে। প্রথম তোমায় বলতে যাওয়া ভালোবাসি,এক স্নিগ্ধ সকালে। প্রথম না বলতে পারা ভালোবাসি তোমারি চোখের কারনে,এক শরতের সকালে। প্রথম বিচ্ছেদ তোমার আমার এক কাঠখোট্যা রৌদ্রের দুপুরে। প্রথম ভালবাসা,প্রথম অনুভূতি এক তুমি আমার,প্রথম শরতের প্রথমা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।