আমাদের কথা খুঁজে নিন

   

'' আমার ভালবাসা এবং ভালবাসা ''

আমার ভালবাসা চাঁদের মত রুপালী আলোয় আলোকিত নিশিদিন.. আমার ভালবাসা নীলচে তারার মত মিটিমিটি জ্বলে প্রতিদিন.. আমার ভালবাসা প্রস্ফুটিত গোলাপের মত সুগন্ধ আর সৌন্দর্যে চির অমলিন.. আমার ভালবাসা খরস্রোতা নদীর মত অজানার পথে ছুটে চলে বাধাহীন.. আমার ভালবাসা মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়ায় গোধূলির আকাশে স্বাধীন.. আমার ভালবাসা সুরেলা গানের মত সুমধুর সুরে যেন বাজে সারাক্ষণ.. আমার ভালবাসা সাদা ক্যানভাসের মত যেখানে নানা রঙের স্বপ্ন আঁকে মন .. আমার ভালবাসা জানি কেমন কেমন ঠিক যেন আমারই মতন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।