আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নভঙ্গ

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে” দু চোঁখে অনেক স্বপ্ন নিয়ে ছেড়ে ছিলাম দেশ স্বপ্ন গুলি ছিল রঙিন , ছিলাম তখন বেশ , হঠাৎ আজ ক'বছর পরে স্বপ্ন ভাঙ্গার দিন রঙিন স্বপ্ন গুলি হচ্ছে সাদাকালো আজ আর নেই সেই সুদিন ।। স্বপ্নভঙ্গ ঘটেছে বাস্তবতার করাঘাতে জীবনতো স্বপ্ন নয় , গড়তে হয় তা নিজ হাতে ।। যখন অনেক অর্থ ছিল , স্বপ্ন ছিল অনেক রঙিন অর্থের অভাবে আজ জীবনই স্বপ্নহীন, অর্থহীন।। "অর্থ - অনর্থের মূল " বলেছিলেন কোন জ্ঞানীজন জীবনের কোন খাতে অর্থের নেই প্রয়োজন ?? খেতে অর্থ , পড়তে অর্থ , অর্থ লাগে সবতাতে অর্থ ছাড়া জীবন চলে কি ভাই খালি হাতে ?? বাস্তববাদী বা স্বপ্নচারি যাই হোন না কেন, অর্থ যে লাগে সবারি এর মাফ নেই কোন ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।