আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা ও স্টিভ জবস

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো কাঠিমামা খবরের কাগজ ভাজ করতে করতে বললেন, "বুঝলি, এটাকেই বলে ডিজিটাল সরকার...শেখ হাসিনা পুরা স্টিভ জবসের এপেলের ট্রেন্ড ধরে ফেলসে" - কি বলেন মামা...কোথায় হাসিনা আর কোথায় স্টিভ জবস? আগরতলা, চৌকিরতলা, ঝিকাতলা সব এক করে ফেললেন? মামা: তোদের তালে বুঝিয়ে বলি...নুতুন আইফোন ৫ আগের চেয়ে লম্বা হইসে, আমাদের সরকারের মন্ত্রিসভাও বড় হইসে আইফোন ৫ এর দাম কমসে, মন্ত্রীসভারও দাম কমসে... - মন্ত্রীসভার দাম কমলো কোথায়? মামা: আজকাল মাগনা দিলেও কেউ মন্ত্রী হইতে চায় না, আর এরশাদের আমলে সচিব-মন্ত্রীরা নিজেদের বউ পর্যন্ত বেচে দিত ------------------------------------------------------------------ গতকালের পোস্ট: টোনা মন্ত্রী টুনি: কালকে সারাদিন তোমারে ফোন দিতে দিতে আমি অস্থির...মোবাইল বন্ধ রাখসো কেন? নাকি নুতুন সিম নিয়া টিয়া'র সাথে টাঙ্কি মার্তেছ? টোনা: ধুর মিয়া, রাখো তোমার টাঙ্কিবাজি....আমি আছি জানের ভয়ে টুনি: কেন জান, কি হইসে তোমার? টোনা: সারাটা দিন আমারে ফোন করছে প্রধানমন্ত্রীর অফিস থিকা...একবার না করলাম..কইলাম, আমি মন্ত্রী হমু না, মেলা কাম আসে...তারপরেও ফোন করতেই আছে...পরে মোবাইল বন্ধ কইরা দিছি টুনি: ওমা, তাই নাকি জান? আমারে না জিগায়াই রিজেক্ট কইরা দিলা? এই একবছর আমাদের কত্ত মজা হইতো তুমি মন্ত্রী হইলে, একটা লেক্সাস নিয়া ঢাকায় ঘুরতাম... টোনা: তোমার খালি মোটা বুদ্ধি..এরপরে তত্ত্ববধায়কের ২ বছর আর বিরোধীদলের ৫ বছর দুদকের দরজায় গিয়া দারায়া থাকা লাগত.. ..এরচেয়ে জাতীয় পার্টি থিকা নেক্সট ইলেকশনে খারামু, অগোতো ৩০০ সিটে মানুষ নাই ...একসাথে পাচ সিটে খাড়ায়া...ডাইরেক্ট গৃহপালিত-বিরোধীদলীয় উপনেতা... ধিন্কাচিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।