আমাদের কথা খুঁজে নিন

   

আরও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরও হাজারো প্রশ্ন আসবে ... !

আরও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরও হাজারো প্রশ্ন আসবে ... ! সরকার এক দিকে যখ দেশকে ডিজিটাল করার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে আর যখন এর সুফল দেশের জনগন পেতে শুরু করতেছিল ঠিক সেই সময় কোন এক ছাগু মন্ত্রী নাকি সচিব(ba****/cha***) অনলাইন গণমাধ্যমের নীতিমালা করার জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে । যেখানে যে সব শর্ত দেওয়া হয়েছে তা পড়ে অবাক হয়েছেন অনেকেই । সরকারী হিসেবে দেশে ২০০ টিরও বেশী অনলাইন গণমাধ্যম আছে কিন্তু এর সংখ্যা হবে এক হাজারেরও(১,০০০) বেশী । অথচ যেদিন এই নীতিমালার উপর পরামর্শ চাওয়া হল সেখানে মাত্র ৪-৫ জন শীর্ষ স্থানীয় অনলাইন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন ।

তারা তৎক্ষণাৎ অনলাইন পত্রিকার জন্য ৫ লক্ষ টাকা লাইসেন্স ফি এবং নবায়ন ফির ৫০০০০ টাকার বিরোধিতা করেন । কেন দেশের প্রত্যন্ত অঞ্চলের কাউকে রাখা হলনা ??? অবাধ তথ্য প্রবাহের এই যুগে সরকার কোন উদ্দেশে এই নীতিমালা করতে চাচ্ছে তা সবাই বুঝতে পারছে । শুধু টাকার জন্য নাকি এটাকে সরকারের নিয়ন্ত্রনের মধ্যে নিয়ে আশার জন্য ??? সরকার কি চাচ্ছে আমাদের দেশের গণমাধ্যমের মালিকরা দেশের সব এমপি মন্ত্রী বা শিল্পপতিরা হউক ?? তা না হলে এখানে এত বিশাল টাকার কথা আসবে কেন ??? টাকা ছাড়া কি কোন নীতিমালা করা যায়না ??? যেখানে কাগজের পত্রিকা বের করার জন্য এত টাকা লাইসেন্স ফি বা নবায়ন ফি লাগেনা সেখানে অনলাইন মিডিয়ার জন্য এত বিশাল টাকার অংক আসবে কেন ?? যারা নেট ব্যাবহার করে তারা সবাই স্মার্ট এবং শিক্ষিত জনগন । যে কোন ভালো বা মন্দ কাজের তাৎক্ষনিক প্রতিক্রিয়া তারা সামাজিক মিডিয়ার মাধ্যমে সবার সাথে শেয়ার করতে পারতেছে । ইদানিং সরকারের বিভিন্ন বিতর্কিত মন্ত্রী বা কাজ করমও যেভাবে সামাজিক মিডিয়া তথা অনলাইন মিডিয়ার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ছে তাতে কি তাহলে সরকার বিব্রত হয়ে পড়ছেন ??? আর এই জন্যই বুঝি মানুষের এই বাক স্বাধীনতা বন্ধ করার জন্য অনলাইন মিডিয়ার লাগাম ধরতে সরকারের এই ছাগু নীতিমালা ??? বর্তমানে ফেইসবুক, টুইটার, ব্লগ এই অনলাইন গণমাধ্যম হিসেবে দেখা হয়।

তবে কি এসব সাইট এই নীতিমালার আওতায় আসবে ? যদি আসে তবে মুক্ত চিন্তা ধারা কেমন প্রভাবিত হবে সেটা আর নাই বললাম। কিংবা মুক্ত আলোচনার প্লাটফর্ম থাকবে কি না সেটাও এখন প্রশ্নবিদ্ধ। আরও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরও হাজারো প্রশ্ন আসবে। সকারের একটা ব্যাপার মনে রাখতে হবে, অনলাইন হচ্ছে ভুতের মত যার কোন ছায়া নেই কিন্তু একশন আছে ।

মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনার দেওয়া ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে চাইলে এই নীতিমালা প্রত্যাহার করুন । নইলে এই দেশের জনগন আপনাকে প্রত্যাখ্যান করবে । কতিপয় ছাগু এমপি মন্ত্রীর কথা না শুনে দেশের লাখ লাখ জনগনের মুখের ভাষা বুঝার চেষ্টা করুন । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।