আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের মন ভালো নেই...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।। মনের গহিনে বাজে সে সুর রিমিঝিম রিমঝিম আশ্বিনা এ বৃষ্টিতে গা করে শিন শিন অলস হয়ে বসে থাকি শুধু ঘুম ঘুমাইয়ায় ধরে কিছুক্ষণ থাকি জেগে আবার পরক্ষণেই যাই ঘুমিয়ে। পাশের বাড়ির গোয়াল থেকে হাম্বা-হাম্বা রব গরুরাও আজ ঘাস পায়নি বলে জানাচ্ছে প্রতিবাদ চুপটাপ রিমঝিম ঝরে বৃষ্টির ফোটা বিরামহিন ঝড়ে বৃষ্টি লক্ষণ নেই থামার। কাথা মুড়ে শুয়ে থাকি বিছানায় চোখে নাই ঘুম সারারাত ধরে ঘুমিয়েছি আর কতই আসবে ঘুম? অলস মনটা মানেনা তবু শুধু বিছানায় শোবে বৃষ্টি এলেই অলসি মনটা বিছানায় পড়ে রবে। রিমঝিম রিমঝিম বৃষ্টি নুপুর বাজে টিনের চালে বিকশিত হয় মধুর এই শব্দে পাকা দালানে শব্দটি তেমন হয়না অনুভূত বাদল দিনে টিনের ঘরে মনটা অনেক ভালো।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।