আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিজয় দেখব বলে

একটি বিজয় দেখব বলে..... আজও বেঁচে আছি ক্ষুধা পেটে নিয়ে, পাহাড়ের বিদীর্ণ প্রাচীরে প্রাণকে হাতের মুঠোয় ধরে। একটি বিজয় দেখব বলে..... বেঁচে এসেছি গিরিখাদের মৃত্যকূপ থেকে, শৈল কৃষ্ঞ জীবন প্রায় শূন্যে ভাসিয়ে নিয়ে। একটি বিজয় দেখব বলে..... বুকের ভিতর নোনা চিত্‍কার চেপে রেখেছি অতি দির্ঘশ্বাসে, মায়ার শিকল থেকে বেরিয়ে এসেছি শন্তপর্ণ হ্বিদয়ে। একটি বিজয় দেখব বলে..... তৃষ্ঞা কে গোপন রেখেছি মরুর প্রান্তরে থেকে, আকাশের গজর্নে চুপ থেকেছি আশায় বুক বেঁধে। একটি বিজয় দেখব বলে..... যে বিজয়ে মায়ের কোলে ছোট্ট শিশুটি হাসবে, নোঙর ফেলানো নৌকার মাঝি হাসবে সুখের লগনে। একটি বিজয় দেখব বলে..... যে বিজয়ে মানবতার মুক্তি আসবে, দখিনা হাওয়ায় প্রাণ ভাসবে স্বপ্ন মাল্যদানে। একটি বিজয় দেখব বলে...... যে বিজয়ে ব্যাথার গান আর সমাজ গাইবেনা, কবি সাহিত্যিক আর লিখবেনা- 'আবার তোরা মানুষ হ' রূক্ষ অমনিবাসে। একটি বিজয় দেখব বলে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.