আমাদের কথা খুঁজে নিন

   

মন পাহাড়

একজন ভীরু মানুষ... আজ এই বুনো পাহাড়ের বনে, অন্ধকার সবুজ পাহাড়ের গায়ে- হেলান দিয়ে বসেছি। বুনো বাতাসে, হাহাকার করা বুক- ভরে মুক্ত নিশ্বাস জমা করে নিতে। অনেক আয়োজন করে বসেছি- পাহাড়ের মাথায় পরস বুলানো, তারা গুলো ছুঁয়ে দেখতে। অচেনা তারাগুলোকে ভীষ্ণ আপণ করে; নাম দেব প্রিয় কিছু মুখ ভেবে । বনের পাতারা যে কানাকানি করে- নিজেদের মাঝে, ফিসফিস করে, যদি পারি আজ তাদের একান্ত কিছু গল্প- নিয়ে যাব নিজের সাথে করে। ইট পাথরের জীবনটাকে দূরে ঠেলে, বসেছি মন পাহাড়ের গায়ে হেলান দিয়ে। ক্লান্ত আমি এসেছি হে ঈশ্বর- অন্তত নিয়ো না আকাশটা কেড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।