নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নোয়াখালী সুবর্ণচরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2013, 07:24 AM
Updated : 6 May 2013, 09:19 AM

সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চর বায়জিদ গ্রামে ঝড়ের সময় বজ্রপাতে তারা নিহত হন। এ সময় দুই শিশুও আহত হয়।

নিহতরা হলেন- চর বায়জিদ গ্রামের সাফিয়া খাতুন (৩৫) এবং আলী আহমদ (৫০)।

বজ্রপাতে সাফিয়ার দুই শিশু সন্তান আহত হয়েছেন। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ মেহেদী হাসান।

তিনি জানান, চর আমানউল্লা উচ্চ বিদ্যালয় ও চরবাটার হাজী মোশারফ জুনিয়র হাইস্কুলের ভবন ঝড়ে ধ্বসে পড়েছে।

এ সময় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকার সয়াবিন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান ইউএনও খালিদ মেহেদী হাসান।

সদর উপজেলার ইউএনও ইসরাত জাহান জানান, ঝড়ে এওজবালিয়া ও দাদপুর ইউনিয়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বসে পড়েছে।