বেতনের দাবিতে ভালুকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

নির্দিষ্ট সময়ের মধ্যে বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায়  তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2013, 06:30 AM
Updated : 6 May 2013, 06:30 AM

সোমাবার সকালে উপজেলার শিল্প এলাকা জামিরদিয়ায় ওরিয়ন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা এ সময় ভাংচুর করে বলে অভিযোগ পুলিশের।

ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ৭ তারিখের মধ্যে দেয়ার কথা। কিন্তু সম্প্রতি তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রমিকদের বেতন ৯ তারিখের মধ্যে দেয়ার কথা জানায়।

সকাল সাড়ে আটটায় কাজ করতে এসে এ ধরনের নোটিশ দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা ৭ তারিখের মধ্যে বেতন দেয়ার দাবি জানায়।

কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকলে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার সেলাই মেশিনসহ আসবাবপত্র ভাংচুর করে বলে জানান ওসি।

পরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে ৭ তারিখেই বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

কারখানার এক্সিকিউটিভ প্রোডাকশন শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।