somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ক্রিন প্লেঃ শর্ট ফিল্ম (অবাধ যৌন চর্চা)

০৭ ই মে, ২০১৩ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

SEQUENCE 01
INT - OLD BOOK SHOP – DAY
অগোছালো দোকান। এক কোনে ময়লা পড়া সিগমুন্ড ফ্রয়েডের ছবি।
চেয়ারে বসে বিষন্ন নয়নে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কবির, দুই হাত মাথার পিছনে, প্লাষ্টিকের চেয়ারটাকে রকিং চেয়ার বানিয়ে দুলছে।
জামানের প্রবেশ।
জামান
কি কবির ভাই, এরকম গোমড়া মুখ করে বসে আছেন কেন? ছ্যাকা খেয়েছেন নাকি?
উত্তরের অপেক্ষা না করেই কবিরের সামনের চেয়ারে বসে পড়ে।
কবির
জামানের প্রশ্ন যেন কানেই ঢুকেনি। তারপর হঠাৎ দোলা থামিয়ে দেয়।
নাহ্‌।
পুনরায় দুলতে শুরু করে।
জামান
আচ্ছা, তাহলে তো বেশ ভালো কথা।
(প্রসঙ্গ পালটে)
গতকালের আলোচনায় আপনার একটা কথা আমার খুব মনে ধরেছে। আপনি বলেছিলেন, দেশে যেন যৌন চর্চা স্বাধীণ করা হয়, একসিলেন্ট ভাবনা!
একটি সিগারেট ধরায়, আরেকটি কবিরের দিকে বাড়িয়ে দেয়, কবির নেয় না, হাত নামিয়ে নেয় জামান।
জামান (CONT`D)
ভেবে দেখলাম এর ফলে বর্তমানে নারী পুরুষের মধ্যে পরস্পরের প্রতি যে অশ্লীল আকর্ষন বিদ্যমান তা একেবারেই থাকবে না। এতে করে দেশে নারীর উপর যে যৌন অত্যাচার হয় তাও কমে আসবে এবং দেশে পতিতালয়ের কদর থাকবেই না বলতে গেলে।
কবিরের দিকে মুখ বাড়িয়ে দেয় জামান।
জামান (CONT`D)
কেননা তখনতো আর বিবাহবর্জিত সম্পর্ক অবৈধ নয়, যৌন চাহিদাও লজ্জা বা লুকানোর ব্যাপার নয়।
পূর্বের অবস্থায় ফিরে আসে জামান।
জামান (CONT`D)
কবির ভাই, শুনছেন তো?
কবির কোন কথা না বলে চুপচাপ থাকে এবং কথা যে শুনছে এর প্রমাণ স্বরূপ দোলা থামায়।
জামান (CONT`D)
তো ভাই যা বলছিলাম, আমাদের মত গরীব এবং অশিক্ষেতের দেশে এরকম উঁচু স্তরের ভাবনা কিন্তু একদিনে সবার দ্বারা গৃহীত হবে না, এর জন্য সংগ্রাম চালাতে হবে বহুদিন।
থেমে দম নেয় জামান। কবির এক দৃষ্টিতে জামানের দিকে তাকিয়ে থাকে।
জামান (CONT`D)
এবং তার আগ পর্যন্ত যাদের যৌন চাহিদা পরিপূর্ণ ভাবে পূরণ হয় না, হোক বিবাহিত বা অবিবাহিত, তাদের কিন্তু পতিতালয় ছাড়া গতন্তর নেই। এক্ষেত্রে আবার নারীরা এ সুজোগ পাবে না, তাদের অপেক্ষায় থাকতে হবে সেই সুদিনের জন্য যেদিন যৌন হবে অবাধ।
কবির চুপ থাকে। জামান প্রসঙ্গ পাল্টায়।
জামান (CONT`D)
আজ না আপনার আর সোহেল ভাইয়ের যাবার কথা, বিশেষ কাজে, গিয়েছিলেন নাকি?
কবির
(রূঢ় গলায়)
জামান ভাই যদি একটু চুপ থাকতেন তো ভালো হয়, আমার প্রচন্ড মাথা ব্যাথা।
জামান
(অপমানিত)
অ, আচ্ছা। সরি ডির্স্টাব করার জন্যে, আজ তবে উঠি।
কবির
আচ্ছা যান।
CUT TO
SEQUENCE 02
EXT – IN FRONT OF OLD BOOK SHOP – DAY
জামান দোকান থেকে বের হতেই সোহেলের সাথে দেখা হয়।
সোহেল
কি ব্যাপার? আজ এতো তারাতারি চলে যাচ্ছেন?
জামান
কি করব আর। কবির ভাইয়ের দেখলাম মন মেজাজ বিশেষ সুবিধার নয়।
সোহেল
তা তো থাকবেই না, অন্তত এরকম পরিস্থিতিতে...
(প্রসঙ্গ পালটে)
চলেন চা খেয়ে আসি।
CUT TO
SEQUENCE 03
EXT – TEA STALL – DAY
দুজন বসে আছে। দোকান থেকে ভেসে আসছে গান, “যৌবন আমার লাল টমেটো...” দোকানদার চা দেয়।
জামান
(দোকানদারকে)
সাউন্ডটা কমিয়ে দেন।
মাথা ঝাকিয়ে দোকানদার চলে যায়।
সোহেল
কি আর বলব, গিয়েছিলাম, জানেন তো?
জামান
হ্যা শুনেছি, কাজ হয়েছে?
সোহেল
কি করে যে বলি। আচ্ছা বলেই ফেলি, কাউকে বলবেন না প্লীজ।
জামান
(মৃদু হাসে)
আচ্ছা বলব না।
সোহেল
(উত্তেজিত)
মাসে যাই একবার, তাও যদি কাজ না হয় তো কেমন লাগে বলেন তো ভাই?
জামান
অবশ্যই খারাপ লাগে।
সোহেল
গিয়ে শুনি মেয়ে শর্ট, টাকা নাকি বেশি লাগবে। কোন রকমে দালালকে ম্যানেজ করে আমি আর কবির মেয়ে চয়েস করছি......
সোহেল চুপ হয়ে যায়, জামান আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।
সোহেল (CONT`D)
এমন সময় দেখি সেখানের এক ঘর থেকে.....
জামান
কী?
সোহেল
(অনুরোধ)
কাউকে বলবেননা ভাই।
জামান
আরে ভাই বলেন তো।
সোহেল
(গলা নামিয়ে)
দেখি এক ঘর থেকে কবিরের আব্বা কাম সেরে বের হল।
জামান
(চিৎকার)
কি বলেন!
একটা দীর্ঘশ্বাস ফেলে জামান।
জামান (CONT`D)
(হতাশায়)
কবে যে দেশে যৌন চর্চা অবাধ হবে!
SEQUENCE 04
INT – KABIR’S HOUSE – EVINING
সিড়ি দিয়ে কবির উঠে, দরজার সামনে দাড়ায়, মুখে দ্বিধার ছাপ। কলিং বেলে হাত দিয়ে থাকে, কিন্তু বাজায় না। হঠাৎ হাতের চাপ লেগে কলিং বেল বাজে।
কবিরের বাবা
কে? (V.O)
কবির চুপ থাকে ও ঘামে।
কবিরের বাবা
(অধৈয্য হয়ে জোরে বলে)
কে? (V.O)
কবির দ্রুত সিড়ি দিয়ে নেমে যায়।
CUT TO
SEQUENCE 05
EXT – RAIL STATION – EVINING
কবির দাঁড়িয়ে রেল স্টেশনের ব্যাস্ততা দেখে। সামনে দিয়ে ট্রেন চলে যায়। কবির রেল লাইনে নেমে ট্রেনের পেছনে হাটে। ধীরে ধীরে কবির ও ট্রেনের দূরত্ব বাড়ে। কবির হাটার গতি বাড়ায়, কিন্তু ট্রেনের সাথে তার দূরত্ব বেড়েই চলে। এক সময় ট্রেন ছোট হতে হতে দূরে অদৃশ্য হয়ে যায়। ক্লান্ত কবির ধীর গতিতে হাটে। এক সময় সেও রেল লাইনের এক বাকে হারিয়ে যায়।
FADE OUT
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

---অভিনন্দন চট্টগ্রামের বাবর আলী পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী---

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৫





পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

রোববার বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য... ...বাকিটুকু পড়ুন

সকাতরে ঐ কাঁদিছে সকলে

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়,... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সমাধান দিন

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৩১




সকালে কন্যা বলল তার কলিগরা ছবি দিচ্ছে রিকশাবিহীন রাস্তায় শিশু আর গার্জেনরা পায়ে হেটে যাচ্ছে । একটু বাদেই আবাসিক মোড় থেকে মিছিলের আওয়াজ । আজ রিকশাযাত্রীদের বেশ দুর্ভোগ পোয়াতে... ...বাকিটুকু পড়ুন

যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারলেও ভাল।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২০ শে মে, ২০২৪ রাত ১২:১৮


০,০,০,২,৩,৫,১৬, ৭,৮,৮,০,৩,৭,৮ কি ভাবছেন? এগুলো কিসের সংখ্যা জানেন কি? দু:খজনক হলেও সত্য যে, এগুলো আজকে ব্লগে আসা প্রথম পাতার ১৪ টি পোস্টের মন্তব্য। ৮,২৭,৯,১২,২২,৪০,৭১,৭১,১২১,৬৭,৯৪,১৯,৬৮, ৯৫,৯৯ এগুলো বিগত ২৪ ঘণ্টায়... ...বাকিটুকু পড়ুন

×